ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, October 24, 2021

 অপেক্ষা

.... শুভ জিত দত্ত


দেখ ঠিক খুঁজে নেব

যেখানেই তুমি থাকো

বিধাতা যখন লিখেছে

পাবো একদিন ঠিকই


হয়তো কিছুদিন একাকীত্ব

গ্রাস করবে আমায়

তুমি আসবে একদিন

এইভেবে ভালো থাকবো


অনেক গল্প রেখেছি জমিয়ে

যেদিন আসবে তুমি

মনের কথা গুলো 

শোনাবো তোমায়


শুধু জানি না

তুমি কেমন আছো

মনে মনে জপি ঈশ্বরের নাম

যেন তোমায় ভালো রাখে

Saturday, October 23, 2021

কবিতা

 ওরা সংখ্যালঘু

-শুভ জিত দত্ত


রক্ত জল করে গড়া সম্পদ

পুড়ে যেতে দেখতে হয়

অসহায় এর মতো

আর ক্রমাগত চোখের 

জল ফেলতে হয়

এক সময় এই চোখের

জল অভিশাপ হয়ে 

ধরা দেবে সময়ের ব্যবধানে

কি দোষ ছিল

কি বা অন্যায় ছিল

তবু কেন এতো বড়

শাস্তি পেতে হলো

আমরা দূর্বল জাতি

এই কি ওদের অপরাধ

আমরা থাকি আমাদের

মতো লাগি না কারো পিছু

যায় না কোন ঝুট ঝামেলায়

থাকি নিজেদের মতো

তবু কেন হামলা অত্যাচার

আর কত দিন সহ্য 

করতে হবে এই নিদারুণ অত্যাচার।।

Friday, August 27, 2021

কবিতা

 ভালোথাক সম্পর্ক

--শুভ জিত দত্ত


হয়তো নিজেকে ভাবি না

তোমার সমকক্ষ

একটু আড়াল থেকে হলেও

প্রিয় মানুষটি হয়ে থেকো


কখনো মনের ভুলেও কাছেই

গিয়ে আমি দাঁড়াবো না

শুধু দূর থেকে দেখবো তোমায়

যদি কখনো সুযোগ হয়


প্রকাশ করতে যত বাধা বিপত্তি

তাই অপ্রকাশিত হয়ে থাক না

শুনেছি কাছাকাছি হলেই নাকি

কত মধুর সম্পর্ক ভেঙে যেতে


তবে এই ভালো আমার মাঝে

তোমার অস্তিত্ব থাকুক চিরকাল

শুধু কল্পনাকে বেছে নেব 

দুজনের সঙ্গী করে।।

Monday, August 2, 2021

কবিতা

 আমাকে ছেড়ে

-শুভ জিত দত্ত

হঠাৎ করে কেন এমন

এতো অচেনা হলি 

খুব তো বলেই যেতিস

তুমি ছাড়া চলেনা


এখন আবার কি এমন হলো

আমাকে ছেড়ে থাকিস

নাকি হঠাৎ করে একা থাকা

খুব ভালো শিখে গেছিস 


পথ চলতে খুব তো আমাকে

সাথে নিয়ে যেতিস 

আমাকে ছাড়া বের হতেও

নাকি খুব ভয় হতো


সেই ভয় কি হঠাৎ চলে গেছে

খুব জানতে ইচ্ছে করে

আর কেমন আছিস তুই

এই আমাকে ছেড়ে।।

Tuesday, July 6, 2021

 

বেঁচে থাক সম্পর্ক

-শুভ জিত দত্ত


বহু দূর থেকে খুঁজে নেব

তবু কাছে যাবো না

জানো তো কাছাকাছি হলে নাকি

কতো মধুর সম্পর্ক ছিন্ন হয়ে যায়


তাই দূর থেকে দেখে যাবো

বলবো না ভালো লাগে

তবু বেঁচে থাক আড়ালে থাকা

মধুর সম্পর্ক গুলো


আমার ভালো লাগা হয়ে 

থেকে যেও তুমি

শুধু মনের ভুলে দূর থেকে দেখবো

কখন যাবনা তোমার কাছে


যদি কথা বলাতেই সৃষ্টি হয়

যতো ভুলবোঝাবুঝি

তাহলে থাক না কথা বলা সামনাসামনি বলবো না

মনে মনে বলবো শুধু তোমার সাথে কথা।।

Sunday, July 4, 2021

 বৃষ্টির গান

-শুভ জিত দত্ত



বৃষ্টিরা অঝোর ধারায় ঝরছে ক্রমাগত

ভিজিয়ে দিয়ে মনের কষ্ট যত

বিদায় দিয়ে হাজারো দুঃখ

নতুন ছন্দে বাঁচাতে শেখা


প্রকৃতি তাই তাল মিলিয়ে

গাইছে নতুন সুরে

বাঁধছে ওরা নতুন গান

বৃষ্টির সুরে নতুন কোনো তালে


মেঘের মন খুলে ঝরছে অবিরাম

ধারার মত যখন তখন

থই থই জল কাঁদায়

উচ্ছাসে মন তাই নেচে ওঠে


বৃষ্টি তাই শিখিয়ে গেল নতুন সুরে

নতুনের সাথে বাঁচাতে শেখা

মন তাই খুশির জোয়ার

গাইছে আজ বৃষ্টির গান।।


 ভোটের অভিজ্ঞতা

-শুভ জিত দত্ত



আমার দাদু পেশায় ছিলেন

উকিল লোয়ার কোটে

ইচ্ছা ছিলো এবার তিনি

লড়বে পৌর ভোটে


টাকা কড়ি খরচ করে

শেষে গেলেন হেরে 

এখন তিনি ছাগল পোষেন

আস্ত একটা ধেরে   


এবার তবে দাদু ঠিকই 

মানুষ হলো বটে

ভুলেও তিনি যাবেন না আর

ভোটের মাঠের তটে


সবই খোয়া যাওয়া পরে

বুঝলেন তিনি কিছু

মানুষ গুলো শুধু খালি 

ছোট টাকার পিছু।।





Monday, June 28, 2021

 আমার দুটি লেখা


তুমি তোমার আপন রূপে 

জাদুতে মুগ্ধ করো

কোনো এক মায়ার জালে

জড়িয়ে ফেলো


তোমার চোখের ইশারায় 

ভুলিয়ে রাখো 

যতো জমানো দুঃখ কষ্টের

স্মৃতি গুলো


তোমার শাড়ির ভাঁজে 

বেঁধে রাখো

মনের সবটুকু দিয়ে 

উজাড় করে রাখো


তাই ছুটে আসি 

কোনো এক অচেনা আবেশে

পারি না ঠিক থাকতে 

নিজেকে কোনো মতে।।

...........................................................


অপলক দৃষ্টিতে চেয়ে থাকো

কোন এক ইশারায়

জরিয়ে ফেলো

লাল শাড়ির মায়ার বাঁধনে

আটকে তুমি রাখো


তুমি যেন সবার থেকে

রুপে গুণে সেরা

তাই হয় তো বাঁধা পড়ি

ওই রুপের মায়ায়


তোমার কথা শোনার 

অপেক্ষা তাই বাড়ছে

ক্রমে ক্রমে

জানি না কবে আবার

দেখা হবে


আর মুগ্ধ হবো 

তোমার দিকে চেয়ে থেকে

সব ভুলে যেতে হয় 

ওই মুখের দিকে তাকালে।।

Sunday, June 20, 2021

 ছুটি অবশেষে পেলাম

-শুভ জিত দত্ত


এইতো সেদিন কার কথা হয়তো একটা মাসও কাটে নি । তোমাকে দেখলাম কতো হাসি খুশি শুধু হলো না কথা।এই তোমার সাথে কত কথা হয়েছে হাঁটতে হাঁটতে পথের ধারে।কত সময় হারিয়ে গিয়েছে তোমার মাঝে।সে কথা গুলো হয়তো কখনো ভুলে থাকা সম্ভব না। শেষ বার যখন বিদায় দিয়ে ফিরে যেতে হলো কর্মস্থলে তখনো ভাবি নি তুমি আমার উপর এতো অভিমান করে আছো ।

কাজের ফাঁকে ফাঁকে শুধু তোমার কথাই শুধু মাথাই ঘুরতো।তাই হয়তো সময়ে অসময়ে ফোন দিয়ে তোমাকে জ্বালাতাম ।এক বিন্দুও স্থির থাকতে পারি নি সেখানে, কবে বাড়ি গিয়ে তোমাকে দেখব সেই আশায় দিন পার করেছি।তবে অবশেষে ছুটি পাওয়ার খবরে মনটা নেচে উঠল ।কতো চেষ্টা করেছি ছুটি নেওয়ার জন্য তবু অফিসের বস হাজারো মিথ্যে কথা বুঝিয়ে আমার ছুটি বাতিল করতো। মাঝে মাঝে ভাবতাম কাজটা ছেড়ে দিয়ে তোমার কাছে গিয়েই থাকবো আর ফিরে যাবো না ।হঠাৎ তখনই ফোন পেলাম ছোট ভাইয়ের ভাইয়া ভাবি খুব অসুস্থ । অনেক টা সাহস সঞ্চয় করে ছুটে গেলাম কিন্তু ভাবি নি তোমাকে এভাবে দেখতে হবে।তোমাকে তো আমি দেখতে চাই নি তুমি যেমন কথার তুবড়ি ছোটাও আজ তবে কেন নিশ্চুপ ।হাসি মাখা মুখে তুমি কেন কথা হীন।এতো তো সময় নিয়ে কতো কথা বলতে তোমার ভেতরের কষ্টের কথা তো কখনো আমাকে বলো নি।এই ভাবে না বলে আমাকে ছেড়ে চলে যেতে হলো।কি দোষ করেছি ? হয়তো ছুটি দিতে বস বড্ড নারাজ ছিল তবুও আমি তো অনেক কষ্টে ছুটির ব্যবস্থা করেছি ।তাই বলে এভাবে চলে যেতে হবে, কেন করলে আমাকেও সাথে নিতে, তবে ওপারে ভালো থেকো প্রিয় ,জানো আমি কাজটি ছেড়ে দিয়েই আজীবন এর মতো তোমার কাছে ছুটে এসেছিলাম ।আর যাব না তবে তুমি তো আর রইলে না। তোমাকে ছেড়ে কি থাকতে পারি বলো ওই দূরের দেশে।আমি কাউকে না জানিয়ে ঠিকই একদিন তোমার কাছে ছুটে আসব।।

Tuesday, June 15, 2021

 আমার দুটি লেখা


ফেলে এসেছি কতো 

অতীতের কালো অধ্যায় গুলো

দুঃস্বপ্ন হয়ে থাক না তবে


সব অপবাদ মেনে নিয়ে

আমি সরে গেছি

আমি এখন ভালো আছি

নতুন কেউ হয়তো আসবে

তোমার থেকে ভালো


তাকে নিয়ে এখন 

আমার নতুন স্বপ্ন বোনা

সব কিছু মেনে 

নিয়ে সে উড়াল দেবে

.....................................................


কোন এক উজ্জ্বল নক্ষত্রের 

থেকে আলোকিত হয়তো

তোমার মুখের চাহনি


বার বার তাই শত ব্যস্ততার 

মাঝেও বাঁধা পড়তে হয়

হঠাৎ যখন চোখ পড়ে


জানি না কি মায়ায় জালে

জড়িয়ে ফেলে ওই 

জাদুকরী মুখখানি


বাধ্য হয়েই চোখ চলে যায়

শিল্পীর নিপুণ তুলিতে আঁকা

তোমার মুখের হাসি।।

Saturday, June 5, 2021

 ভুলের অবসান

শুভ জিত দত্ত


ঠিক পড়ন্ত বিকেলে বের হবে

হতে নিয়ে কিছুটা সময়

জানি হাজারো ব্যস্ততা তোমার

পিছু ছুটতে থাকে


তবু চলো একটা দিন ,কিছুটা 

হলেও মিটবে মনের খিধে

খুব একান্তে বলল তোমায় 

জমানো হাজারো কথা


তখন একটুও জমবে না

তোমার আমার ভুল বোঝাবুঝি

সম্পর্কে গভীরতা ও বাড়বে

তখন দেখো তুমি।।


কেউ কাউকে আর দোষ

দিতে পারবে না ভুলেও

শুধু বন্ধন হবে জোড়ালে

চলো বের হই।।

 মিনতি তোমার কাছে

শুভ জিত দত্ত


কেউ নিঃস্বার্থ নিয়ে 

পাশে যদি দাঁড়ায় কখনো

তাকে ফিরিয়ে দিওনা

পারলে কাছে ডাকো


তোমাকে ছাড়া যে

অন্য কিছু বোঝে না

তাকে ভুল ভেবো না

সঙ্গে তাকে রেখো


সব কিছু যে ছাড়তে 

পাড়ে তোমার এক কথায়

তাকে কখনো অবহেলার 

চোখে দেখো না


আর কিছু না হোক

ক্ষতি সে করবে না

দূরে থেকেও মনে প্রাণে 

তোমার ভালো চাইবে।।



Monday, May 31, 2021

 ঝেড়ে ফেলা কষ্ট

-শুভ জিত দত্ত


অঝোর ধারায় ঝড়ছে বৃষ্টি

আকাশ মন খুলে চোখের

জলে নিজেকে হালকা 

করে নিচ্ছে


তার জমানো চাপা খোভ 

কষ্ট গুলো বিসর্জন দিয়ে

আজ সে নিজেকে একটু

হালকা করে নিতে চায়


কারো কথায় আজ সে

বড়ো অভিমানী হয়েছে

রেখে ছিল চেপে নিজের

মনেরই অগোচরে


এখন সে অনেক হালকা

মন খুলে কথা বলে

নেই কোনো অভিমান

সব কিছু ঝেড়ে ফেলে।।

 

আবার ফিরে এসো

-শুভ জিত দত্ত

আজো কেন জানি না

ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

তোমার সাথে কাটানো

স্মৃতির পাতা গুলো


বড্ড অবহেলা আর

অযত্নে পড়ে থাকা

অ্যালবাম জ্বলে গেছে

ছবি গুলো বোঝা দায়


তবু তো তুমিও কি

ভুলে আছো নাকি

মাঝে সাজে আমাকে 

খোঁজো মনের অন্তরালে


সেদিন হয় তোমার কথা

বোকা বোকা হয়ে শুনে

গেছি আমি সরল সোজা

তাই কি উত্তর দেবো


এতেই কি সব শেষ হয়ে

যাবে আর কি কোনো

মতে একটি বারো 

যায় না ফিরে আসা।।




Thursday, May 27, 2021

 অবশেষে দেখা

-শুভ জিত দত্ত


আজ সকালে বৃষ্টি মূখর 

অজানা গল্প গুলো মনে ভাসে

সেদিনের সেই হারিয়ে যাওয়ার

গল্প মনে আছে তোমার


তোমার সাথে আমিও ভিজেছিলাম

প্রচন্ড ঠান্ডার আর হয়নি

দেখা করা বছর কেটে গেল


সেই যে চাকরি পেয়ে

চলে যাওয়া এক অচিনপুরের দেশে

বার বার কাজের ফাঁকে

মন চায়তো তোমার সাথে 

দেখা করি


শত চাওয়া শত প্রার্থনা

আজ সত্যি হলো

প্রকৃতির এক অনন্য আশির্বাদে


তোমার সাথে দেখা হবে

হঠাৎ বৃষ্টির দিনে

আমার অফিসের বাস স্টপে

চল তবে হারিয়ে যায়।।