আমার দুটি লেখা
ফেলে এসেছি কতো
অতীতের কালো অধ্যায় গুলো
দুঃস্বপ্ন হয়ে থাক না তবে
সব অপবাদ মেনে নিয়ে
আমি সরে গেছি
আমি এখন ভালো আছি
নতুন কেউ হয়তো আসবে
তোমার থেকে ভালো
তাকে নিয়ে এখন
আমার নতুন স্বপ্ন বোনা
সব কিছু মেনে
নিয়ে সে উড়াল দেবে
.....................................................
কোন এক উজ্জ্বল নক্ষত্রের
থেকে আলোকিত হয়তো
তোমার মুখের চাহনি
বার বার তাই শত ব্যস্ততার
মাঝেও বাঁধা পড়তে হয়
হঠাৎ যখন চোখ পড়ে
জানি না কি মায়ায় জালে
জড়িয়ে ফেলে ওই
জাদুকরী মুখখানি
বাধ্য হয়েই চোখ চলে যায়
শিল্পীর নিপুণ তুলিতে আঁকা
তোমার মুখের হাসি।।