মুগ্ধ রূপের মায়ায়
-শুভ জিত দত্ত
বাংলার আছে রুপের ছটা
দেখতে হলে আসতে হবে
গ্রামের মাঝে দিগন্তের পথে
যেথায় বাঁধা মায়ার জালে
সবুজ শ্যামলী চোখ জুড়ানো
বাহারি কত ফসলের সমারহে
মন জুড়ানো আকাশ যে তার
হৃদয় ছুঁয়ে থাকে
হঠাৎ কখন পাখির দল গুলো
আলপনা আঁকে আকাশ মাঝে
ঋতুর মাঝে প্রকৃতি সাজে
কত না রঙিন রুপে
বাংলার রূপে হারিয়ে যাওয়া
মুগ্ধতার মাঝে অবাক সাজে
সময়ে অসময়ে কাছে টানে
অপরূপ রূপে বার বার।।