প্রিয় ছেলে বেলা"
শুভ জিত দত্ত
আবার যদি যেতাম ফিরে
দুরন্ত ছেলে বেলায়,
তোদের সাথে থাকবো মেতে
কতো রকম খেলায়।
ইচ্ছে হলেই তোদের সাথে
মেলবো ডানা মেলে,
তোদের সাথে ছুটে যাবো
সকল কিছু ফেলে।
এদিক ওদিক ছুটে ছুটে
থাকবো সবাই মেতে,
খেলা শেষে ছুটে যাবো
তোদের বাড়ি খেতে।
পুকুর ধারে লিচু গাছে
স্বাদের নেই কি জুরি,
সন্ধ্যা হলে তোদের সাথে
করব মোরা চুরি।
হারিয়ে গেলে যায় কি পাওয়া
পুরানো সময় গুলো,
সবার থেকে প্রিয় ছিলো
আমার বন্ধু হুলো।।