ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, November 13, 2020

 "পাখির ভোট"

শুভ জিত দত্ত


পাখিদের ভোট বলে কথা

চারিদিকে হৈ হৈ,

নেতারা সব গাছে গাছে

করে খালি চৈ চৈ।


দ্বারে দ্বারে ঘুরে ঘুরে

শোনায় আশায় বাণী,

ভোটের খবর শুনে নিয়ে

দেখতে আসে রাণী।


মায়না টিয়া প্রতীক পেলো 

সবার থেকে সেরা,

কে কার থেকে বেশি পাবে

তারপর জয়ে ফেরা।


উড়ে উড়ে হেসে খেলে

যাই সবাই ভোট দিতে,

কোকিল খুশি সবার থেকে

 অনেক ভোটে জিতে।

No comments:

Post a Comment