ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, November 11, 2020

 

"রাজার সাজা"

-শুভ জিত দত্ত


কানাই রাজার নামের কদর

এক কথায় ছড়ানো,

সময় পেলে নদীর ঘাটে

শখ ঘুড়ি ওড়ানোর।


সবার সাথে মিশে যেতো

উদার মনের ভারি,

সবার সাথে মিশতে হবে

আইন ছিলো জারি।


ফাইন হতো ঝগড়া হলে

যেতে হবে জেলে,

মারামারি‌ সাজা বেশি

খবর একটু পেলে।


ঝগড়া বিবাদ মিটে গেলে

মোহোর দিত ভারি,

কানাই রাজার অঢেল টাকা

কয়েক হাজার হারি।



No comments:

Post a Comment