ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, October 30, 2020

 ধৈর্য্য রেখো

-শুভ জিত দত্ত



তুমি একদিন পৌঁছে যাবে

তোমার আপন পথে,

সেদিন চড়বে সবার থেকে

দামি সোনার রথে।


যদি তুমি লেগে থাকো

ভাগ্য নেবে পিছু,

ধরা দেবে সুযোগ গুলো

বাকি আছে কিছু।


শুধু একটু ধৈর্য রেখো

দমবে না কিছুতেই,

আসতে পারে হাজার বাঁধা

থেমো না শুরুতেই।


আস্তে আস্তে ধরা দেবে

দেখবে কেমন লাগে,

সেদিন দেখো খারাপ সময়

কেমন করে ভাগে।


তুমি পারবে বিশ্বাস রেখো

মনে জ্বেলো আগুন,

তোমার দোয়ারে ধরা দেবে

বসন্তের এক ফাগুন।।

No comments:

Post a Comment