ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, October 24, 2020

কবিতা

 গ্রামের আলো

-শুভ জিত দত্ত


বাড়ি আমার করিম পুরে

ইচ্ছে হলেই গাইতাম সুরে,

গ্রামের মিষ্টি দৃশ্য দেখে

মনটা আমার গল্প লেখে।


গর্ব আমার বলতে পারি

মুগ্ধ করে গাছের সারি,

খেয়াল খুশি ইচ্ছে হলেই

ডুবে থাকি নদীর জলেই।


 আপন রুপে ভুলিয়ে রাখে

 এমন গ্রাম যে,মেলে লাখে ,

 রুপের বাহার মেলে ধরে

শুধু সবার দেখার তরে।


ভুলে যাবে দুঃখ গুলো

যদি মাখো গ্রামের ধুলো,

দেখবে কেমন রাখে বেঁধে

থাকো শুধু বলবে সেধে।

No comments:

Post a Comment