ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, October 21, 2020

কবিতা


 

উৎসবের উল্লাসে
-শুভ জিত দত্ত

বোধন‌ মানেই শুভ সূচনা 
শুরু হলো উন্মাদনার 
মেতে ওঠা সে এক মহা সমারোহে
ঢাকে কাঠি আর শঙ্খ ধ্বনিতে
মুখরিত হয়ে ওঠে উৎসব অঙ্গন
আর পুজোর গন্ধে মন
মেতে ওঠে কোন নতুন আবেসে
প্যান্ডেল জুরে ব্যাস্ততা 
তার মাঝে খুঁজে ফেরা
কটা দিনের ব্যাস্ততাকে ছুটি 
দিয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠা
শুনবনা আজ আর কারো 
শাষন বারন আমি আজ বাঁধন হারা
বছর ঘুরে এলে ফিরে 
শত প্রতিক্ষার অবসানে
আজ তাই দিকে দিকে 
চলে তোমার নিয়ে উন্মাদনা
অবশেষে এলে এই ধরায়।

No comments:

Post a Comment