দাদুর স্মৃতি
-শুভ জিত দত্ত
নারু দাদুর দোকান ছিলো
পাড়ার মোড়ের একটু ডানে,
অবাক চোখে থাকতো চেয়ে
আমার আশার পথের পানে।
স্কুল শেষে কজন মিলে
যেতাম দাদুর দোকান ঘরে,
মিষ্টি দিতো প্যাকেট ভরে
যখন আমি পড়তাম জরে।
দাদুর দোকান মিটাই মন্ডা
ছিলো অনেক স্বাদের বাহার,
মুখে দিলেই ভুলে যেতাম
অনেক ছিলো স্বাদ যে তাহার।
কদিন বাদে শুনতে পেলাম
দাদু নাকি গেছেন মরে,
সেদিন থেকে দাদুর কথা
খালি শুধু মনে পরে।।
No comments:
Post a Comment