ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, October 17, 2020

ছড়া কবিতা

  তাদের ভূমি

-শুভ জিত দত্ত


বাগান মাঠে কচুর ঝোপে

সন্ধ্যা রাতে শিয়াল আসে,

খানিক বাদে গলা ছেড়ে

আড্ডা শেষে সবাই হাসে।


কথার মাঝে ঝগড়া বাধে

তারা এখন কোথায় যাবে,

মানুষ গুলো দালান বাধে

থাকার জায়গা কোথায় পাবে।


মাঠের মাঝে দক্ষিণ কোণে

মানুষ গুলো নিলো কেড়ে,

খাবার অভাব লেগেই থাকে

বাচ্চা গুলো কেঁদে ফেরে।


দূর্যোগ গুলো ধেয়ে আসে

মানুষ গুলো বুঝবে কবে,

সবুজ গুলো ধ্বংস করে

মৃত্যু এবার ডাকছে তবে।


No comments:

Post a Comment