"শখের ঘড়ি"
-শুভ জিত দত্ত
-
মিনাল বাবুর শখের ঘড়ি
সময় দেখে খাবেন বড়ি,
টাইম দেখে যাবেন হাটে
সবজি কিনে সময় কাটে।
সময় করে আনেন খড়ি
যত্ন করে রাখেন ঘড়ি,
ইচ্ছে হলেই দেখেন ঘড়ি
খেপায় তারে বলে হরি।
তাকে নিয়েই চড়েন গাড়ি
ঘড়ির আছে মুল্য ভারি,
তিনি আবার খাবেন খিরে
সময় দেখে বাড়ি ফিরে।
খাবার খাবে একটু চেখে
যখন তখন ঘড়ি দেখে,
চোখে মারেন জলের ফিকে
তাকিয়ে নিয়ে ঘড়ির দিকে।
No comments:
Post a Comment