"সোনালী স্বদেশ"
শুভ জিত দত্ত
সোনা দিয়ে গড়া ও ভাই
এই আমাদের দেশ,
সবার সেরা জন্ম ভূমি
দেখতে লাগে বেশ।
আলো ছায়া দিয়ে সে তো
সবার করে লালন,
আগলে রাখে মাতৃ স্নেহে
করে মোদের পালন।
সবুজ শ্যামল প্রান্ত জোরা
রুপের ছটায় ভরা,
অতিথি পাখি মুগ্ধ হয়ে
দিলো এবার ধরা।
আকাশ দেখে ক্লান্তি গুলো
বিদায় যখন নেবে,
আমার এদেশ কতো মধুর
তখন দেখো ভেবে।
পাহাড় নদী ছেয়ে আছে
আমার দেশের পথে,
যেথায় সেথায় যেতেই পারো
চরে সোনার রথে।
No comments:
Post a Comment