"যাও এগিয়ে"
-শুভ জিত দত্ত
নতুন ছন্দে নতুন দিশায়
এবার ছুটে চলো,
পৌঁছে গেছো অনেক দূরে
প্রাপ্তি কাছে এলো।
আসুক দেখি কতো বাঁধা
ছুটে যেতে হবে,
নির্ভীক থেকে ছুটতে থাকো
সুনাম পাবে তবে।
তোমার দেখে শিখুক সবাই
নতুন কিছু বলা,
করবে শুরু নতুন কিছু
সাথে তোমার চলা।
জানাই অনেক শুভ কামনা
তোমার যাত্রা পথে,
যেদিন তুমি পৌঁছে যাবে
চড়বে জয়ের রথে।
আরো শত বছর আসুক
চলতে থাকুক যাত্রা,
এগিয়ে যাবে লক্ষ্যের দিকে
ছাড়িয়ে যাবে মাত্রা।
No comments:
Post a Comment