"বর্ষার দিনে"
-শুভ জিত দত্ত
শুভ্র সকালে বৃষ্টি মুখর
থৈথৈ জলে ভরে,
ভেসে যায় জলে ভিজে
নিয়ে মনের তোরে।
ক্লান্তি গুলো দূরে সরে
যখন বৃষ্টি আসে,
মন খারাপ ছুটি নিয়ে
জল হয়ে ভাসে।
ইচ্ছে করে সারা দিতে
ভিজে যেতে কালকে,
হারিয়ে যাওয়া সুযোগ নিতে
এমন সময় চায়কে।
কাঁদা জলে ভরে যাবে
থেমে রবে প্রান্তরে,
অথৈ ব্যাথা যাবে সরে
খানিক মনের অন্তরে।
বর্ষার প্রতি সময় গুলো
মনে রাখার মতো
বর্ষা চলে গেলেই পরে
দুঃখ বাড়ে ততো।।