তবুও ভালো থেকো
-শুভ জিত দত্ত
যাবেই যখন ছেড়েই তুমি , হঠাৎ এসে
জড়ালে কেন মায়ার জালে ।
এই তো আমি ,নৃত্য নতুন স্বপ্ন দেখি
তোমার চোখের অন্তরালে ।
বলতে যদি কদিন আগে, কষ্ট নিয়ে
দেখতে কেমন যেতাম সরে ।
সেই তো আমি ছিলাম ভালো,দিব্যি
ব্যস্ত ছিলাম বন্ধু আড্ডা নিয়ে।
এখন আমার ঘোর কেটেছে, মানুষ
গুলো অনায়াসে চিনতে পারি।
অভিনেতা চিনে গেছি প্রতারণা এখন
আমি খুব সহজে ধরতে পারি ।
তবুও তুমি ভালো থেকো, আমাকে
কষ্ট দিয়ে পারলে সুখে থেকো।
নেই অভিযোগ তোমাকে ঘিরে,আমি
আমার মতো আছি খুব সুখে।
হঠাৎ করে আসবে কেউ এক , কাজের
মাঝেও আমার খেয়াল নিতে।
সেদিন আবার নতুন করে ব্যস্ত হবো
খেয়াল খুশি সময় দিতে।।