ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, April 24, 2021


পাখির ডানা

-শুভ জিত দত্ত


থাকতো যদি দুটি ডানা

মেলে দিতাম পাখা,

আকাশ জুড়ে রঙের ছটা

ইচ্ছে মতো মাখা।


বন্ধু হতো পাখি যতো

তাদের সাথে খেলা,

সবাই মিলে মেতে ওঠা

বসতো কতো মেলা।


খেয়াল খুশি উজাড় করে

একটু খানি উড়তাম,

মায়ের বকুনি শোনার আগে

সকাল সন্ধ্যা পড়তাম।


এটাই আমার স্বপ্ন ছিলো

সেদিন ঘুমের মাঝে,

নানা গল্পে উঁকি মেরে

আমার স্বপ্ন সাজে।।





Tuesday, April 20, 2021

 বোনের বিয়ে

শুভ জিত দত্ত


পরশু দিনের দুদিন পরে

আমার বোনের বিয়ে।

জামাই বাবু পড়ে আছে

মামার বাড়ি গিয়ে।


মোরগ পোলাও করবে এবার

সাথে আছে পোস্ত।

পাড়ার লোকে খাবে বেশি

খাবে নাতো রোজতো?


বোনের ইচ্ছে ঘোড়ায় চড়ে

সাথে নেবে পালকি ।

তাহার শাড়ি বলছে লোকে

একটু বেশি লালকি?


জামাই বাবা পেটুক ভারি 

একটু দিলেই রাগে,

ওমনি বললে মুখের উপর

লাগেজ নিয়ে ভাগে।




 

 চিরচেনা পথের পানে

শুভ জিত দত্ত


তোমার আশা যাওয়ার 

পথটা চেয়ে থাকি

অবাক হয়ে ভাবি কখন

যাবে এ পথ দিয়ে


প্রতিদিন ঠিক ঘড়ি ‌ধরে

নিজেকে আড়াল করে 

শুধু দেখবে বলে খানিকটা

সময় গুণতে থাকা


তোমার ওই অবাক করা

মন জুড়ানো হাসি

লাম্বা চুলে বাতাসের সাথে

অবিরাম খেলতে থাকে

তাই হয়তো কোন মতে 

মন বসে না কাজে।।



Wednesday, April 14, 2021

 নতুন বছর

শুভ জিত দত্ত


বৈশাখ এলেই বাঙালি যেন

উচ্ছাসে মেতে ওঠে

বাহারি কত সাজে তাই

নিজেকে মেলে ধরে


প্রকৃত আবার উজাড় করে

ঢেলে দিয়ে রুপের ঢালা

নানা রঙের শোভা মেলে

বার বার চেয়ে থাকা


উৎসব যেন সর্বজনীন 

নেই তো ধনী গরিব

মেতে ওঠে তাল মিলিয়ে

বৈশাখের চেনা সাজে


দুঃখ কষ্ট যাক না চুলোয়

বছরের এই দিনটাতে

সবে মিলে গাইবো আজ

নতুন সুরে গলা মিলিয়ে।।





Friday, April 9, 2021

 আবার করোনা

-শুভ জিত দত্ত


মহা প্রকোপ নিয়ে হঠাৎ

আবার এলো বিপদ ,

বাড়ির বাহির হলে নাকি

ধরবে নাকি আপদ।


এদিক ওদিক ভাইরাস আবার

যাচ্ছে হঠাৎ ছড়িয়ে,

খালি মুখে বাইরে গেলে

মাস্ক দিচ্ছে পড়িয়ে।


মানুষ গুলো ঘুরে বেড়ায়

করোনার ভয় পাই না,

অফিস শেষে তারা এখন

রাস্তায় বসে খাই না।


ওপর তলার মানুষ নাকি

বাইরে যাইনা কাজে,

গরিব মানুষ বাইরে গেলে

বলে ওদের বাজে।।



Thursday, April 8, 2021

 তোমার আশায়

-শুভ জিত দত্ত


কোন‌ এক শরৎ এলে

তুমি এসো হঠাৎ করে

অবাক হয়ে থাকবো 

অচেনা তোমায় দেখে


তাই আজ স্বপ্ন বোনা

মনের আকাশ জুড়ে

খেয়াল খুশির রঙে

আসবে কবে তুমি


গল্প গুলো জমিয়েছি

তোমায় বলব সেদিন

হঠাৎ করে মনের কোনে

আসবে তুমি যেদিন


দুচোখে মেলে বিভোর 

হয়ে চেয়ে আমি রইব

মনের যত কথা গুলো

তখন আমি কইব।।

Thursday, April 1, 2021

 নদীর পাড়

শুভ জিত দত্ত


নদী মানে বয়ে চলা

সীমাহীন ভাবে

যেখানে মিশে আছে কত 

সুখ দুঃখের গল্প


সময়ে অসময়ে হয়েছে 

উত্তাল ভেঙেছে পাড়

চোখের জলে ভেসে গেছে

অসহায় মানুষের সম্বল


চোখের নিমিষেই বিলীন 

হয়েছে গরীবের ঘর

অসহায়ের মতো চেয়ে 

থাকা ওই নদী বক্ষে


শেষ হয়না তার পথ চলা

তবু বয়ে চলে 

এই নদীতে সৃষ্টি হয়েছে

কত গান কবিতা।।



Wednesday, March 31, 2021

 ওরা কৃষক

শুভ জিত দত্ত


ওরা দেশের ‌সেরা মানুষ

সোনার ফসল ফলায়,

রোদে পুড়ে জলে ভিজে

ওদের জোটে কলাই।


আমার থাকি দালান‌ ঘরে

ওরা থাকে মাঠে,

কাজের ফাঁকে খানিক একটু

সুযোগ পায়না পাঠে।


ঘামের জলে ভিজে থাকে

জমি চাষের কাজে,

তাদের কখনো যায় না দেখা

বাহারি কোনো সাজে।


তবু মুখে হাসি আছে  

মাঠের ফসল দেখে,

তবু ওরা ভালো আছে 

ময়লা মাটি মেখে ।।

 

Friday, March 26, 2021

 বাবুর মিষ্টান্ন

শুভ জিত দত্ত

হাবুর বাড়ির রাস্তা ধারে

বাবুর দোকান আছে,

সাইন বোর্ডটি রাখা আছে

পাশের একটা গাছে।


হরেক রকম মন্ডা মিঠাই

আছে নাকি ভালো,

বাহারি কতো মিষ্টি আছে

সাদা হলুদ কালো।


দেখতে খাসা মিষ্টি গুলো

খানিক একটু তিতো,

বললে পারে দাদুর কাছে

অনেক খানি দিতো।


শুনতে পেলাম দিচ্ছে নাকি

লাবড়ি সাথে মধু,

শহর থেকে এসছে নাকি 

রন্ধন করছে কধু ।।



Wednesday, March 24, 2021

 "পরাজিত শক্তি"

শুভ জিত দত্ত


আমার দেশের স্বাধীন মানুষ

করতে পারে যুদ্ধ,

দেশের শত্রু জীবিত দেখে

তারা আজকে খুদ্ধ ।


আবার নামবে যুদ্ধে ওরা

যদি সুযোগ মেলে,

দেশের স্বার্থে জীবন দিতে 

পারে হেসে খেলে।


মুক্তি যুদ্ধের হারলো যারা

আবার হুংকার তোলে,

দেশের শত্রু দিনে দিনে

মুখোশ তারা খোলে।


অসহায় মানুষ হচ্ছে আজকে

ভিটে মাটি ছাড়া,

ওদের আবার নতুন করে

শক্তি দিলো কারা।



Tuesday, March 23, 2021

 "কাজের ছেলে"

শুভ জিত দত্ত


আমার পাড়ার সোনার ছেলে

নামের বাহার কাজে,

চেনা যাবে দেখলে তাকে

বাহারি নানান সাজে।


ময়লা মাটি পড়লে চোখে

খালি ঘষে মাজে,

সবার সাথে মেলা মেশা

স্বভাব কিছু বাজে।



এতো মিষ্টি ছেলে তবু

ভালো বলে নাজে,

নিজের আড়াল করে খালি

অনেক বেশি লাজে।


বাবার দেখে লুঙ্গি পরে

কুচি দিয়ে ভাঁজে,

এতো কিছুর পরেও নাকি

বলে তাকে বাজে।।




Sunday, March 21, 2021

 "জাতির পিতা"

শুভ জিত দত্ত


ঘুমিয়ে ছিলো সেদিন রাতে

বাংলার সোনা ছেলে

গভীর রাতে আসল ওরা

ঘুমিয়ে যখন গেলে

বন্দুক হাতে ছিলো ওদের

করলো তারা গুলি

হঠাৎ করে নিঃশব্দে এসে

কাড়লো মুখের বুলি

ছেড়ে গেলো জাতির পিতা

রেখে গেলো ছবি

তাকে নিয়ে হাজারো গল্প

লিখছেন কতো কবি

তাহার মেয়ের হাতে এখন

আমার দেশের শাসন

জাতির পিতা রেখে গেলেন

দেশের সেরা ভাষন।। 

 


"খোকার বাদড়ামি"

শুভ জিত দত্ত


নদীর পাড়ে গাছের ডগায়

খোকার দেখা মেলে,

গুলতি দিয়ে মারে খোকা

রাস্তা দিয়ে গেলে।


লিচুর বাগান সাবার করে

দেখতে দেখতে মাঠের,

হাতুড়ি নিয়ে দাদুর ঘরে

ভাঙে পায়া খাটের।


আদর পেয়ে হচ্ছে বাঁদর

খরচ যাচ্ছে বেড়ে,

বললে কিছু মুখের পরে

এমনি যাচ্ছে তেড়ে।


মায়ের বকুনি খেতে খোকার

বড্ড ভালো লাগে,

চোখের আড়াল হলেই পরে

তেমনি খোকা ভাগে।।






Tuesday, March 16, 2021

 মুগ্ধ রূপের মায়ায়

-শুভ জিত দত্ত


বাংলার আছে রুপের ছটা

দেখতে হলে আসতে হবে

গ্রামের মাঝে দিগন্তের পথে

যেথায় বাঁধা মায়ার জালে



সবুজ শ্যামলী চোখ জুড়ানো

বাহারি কত ফসলের সমারহে 

মন জুড়ানো আকাশ যে তার

হৃদয় ছুঁয়ে থাকে


হঠাৎ কখন পাখির দল গুলো

আলপনা আঁকে আকাশ মাঝে

ঋতুর মাঝে প্রকৃতি সাজে

কত না রঙিন রুপে


বাংলার রূপে হারিয়ে যাওয়া

মুগ্ধতার মাঝে অবাক সাজে

সময়ে অসময়ে কাছে টানে 

অপরূপ রূপে বার বার।।