বসন্তের এই দিনে
-শুভ জিত দত্ত
দূর থেকে রাঙিয়ে দিলাম
আবিরের রঙে তোমায়,
যতই থাকো দূরে তুমি
আছো হৃদয় গহীনে।
শত বসন্ত থাকবো সাথে
প্রতিজ্ঞাবদ্ধ আজ আমি।
হোক না যতই প্রতিবন্ধকতা
আসুক যতই ঝড়-ঝঞ্ঝা।
ছেড়ে যাওয়ার জন্য কিন্তু
হাতটি আমি ধরি নি
শক্ত কঠিন বাঁধনে তোমায়
বেঁধেছি এই বসন্তে
দুঃখ কষ্ট রঙিন উঠুক হয়ে
বসন্তের এই দিনে।
সুযোগ পেলে সেদিন কিন্তু
রং আমি লাগাবোই।
এখন তবে থাক না তোলা
আমার রঙের ডালা
নিজেকে তবে সঁপে দিলাম
আজকে উজার করে।
আমাকে না হয় শাষণ করো,
তোমার মতো করে।
তোমার অবাধ্য হওয়ার ইচ্ছে
মনের মধ্যে জাগে না।
তোমার ভালো থাকার মাঝে
নিজেকে খুঁজে পাওয়া।