স্বপ্নের জলাঞ্জলি
-শুভ জিত দত্ত
আমার অপেক্ষা গুলো সন্ধ্যা নামায়,
আর চোখে ঘুম জড়িয়ে আসে।
তারপর কথা গুলো জমতে জমতে
কখন যেন তারা লুকিয়ে যায়।
আমার স্বপ্নেরা আস্তাকুড়ে চলে যায়,
দিশা হারায় প্রতিটা রাতে।
স্মৃতি গুলো ঝাপসা হয় উড়ে বেড়ায়
আর, হারিয়ে যায় চেনা মুখ।
তারপর শুন্যতা কে আলিঙ্গন করা,
পূরণ এর আশা জাগিয়ে।
হাজারো হতাশার গল্পের ভিড়ে,নতুন
স্বপ্ন গুলো জাল বুনে যাই।
প্রকাশের অভাবে কিছু গল্প,অন্তরালে
থেকে এভাবেই হারিয়ে যায়।
হাজারো অপ্রকাশিত গল্পে থেকে যায়,
চোখের জলে সমুদ্রের গর্জন।
কিছু পাওয়া আর না পাওয়ার মাঝে
সমাপ্তি কিছু করুন অভিজ্ঞতার।
নিজের নাম ব্যর্থতার খাতায় উঠিয়ে
ফিরে আসা আপন নীড়ে।।