ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, May 21, 2023

 ফিরে এসো

-শুভ জিত দত্ত

তোমার হঠাৎ পরিবর্তন যেন
সব কিছু বদলে দেয়
চেনা জানা যা ছিল সব কিছু
নিমিষেই আচেনা হয়
শুধু বদলায় না আমার মাঝে
তোমার অবস্থান টুকু
তুমি চলে যাবে বাঁধা হবো না
সেই কথা থেকে যাবে
সময়ের ব্যবধানে মনে পড়লে
এই আমাকে ছুটে এসো
থাকবো যেমন ছিলাম তেমনই
কাছে ডেকে নেবো
শুধু ভুল ভেঙ্গে গেলে আমাকে
আপন করে নিও তুমি
তোমার জন্য অনেক গল্প
জমিয়ে রেখেছি শোনাবো।।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
আমার প্রাপ্তি আজ পৌঁছে গেছে
শুন্যের খাতায়
যা অবশিষ্ট ছিল সব উজার
করে দিয়েছি তোমাকে
আমি আজ শুন্য হাতে দাঁড়িয়ে
আছি নিঃসঙ্গ হয়ে
তবু তোমার সঙ্গ যদি মেলে
তাতেই আছে পূর্ণতা
আমি সেই রূপে মুগ্ধ হয়ে
হারিয়ে গেছি কখন
নিজেরই অজান্তে আজ এলোমেলো
বড্ড অগোছালো জীবন
সেদিন প্রথম তোমার প্রবেশ
আমার মনের দুয়ারে
সেই রূপের ছটায় নিজেকে
বেঁধে ফেলে অসহায় আজ
এখন তুমি আমাকে দেখে রেখো
তোমার মতো করে
না হলে হারিয়ে যাবো আমি
কোন এক অতল গহ্বরে।।

Friday, May 19, 2023

এ আই কি

 এআই প্রযুক্তি অর্থ একটি কম্পিউটার সিস্টেমের মাধ্যমে মানুষের মতো বুদ্ধিমান কার্যকলাপ সম্পাদনের সাধারণতম পদ্ধতি। এটি কম্পিউটার সিস্টেমকে মানুষের বুদ্ধিমান স্তর প্রাপ্ত করে তুলতে সক্ষম করে দেয় এবং সাধারণ কার্যকলাপ পরিষ্কার ও কার্যকর করে তুলে আনে।

এআই প্রযুক্তি মানুষের বুদ্ধিমান কার্যকলাপ অনুসন্ধান, সমস্যা সমাধান, সুস্থতার নির্ধারণ, নির্ণয় গ্রহণ, শিক্ষা, ভাষা বোঝাই এবং বোঝানো, নেভিগেশন, নির্দেশ প্রদান, পরামর্শ, স্বপ্ন বিশ্লেষণ, চিত্র সনাক্তকরণ এবং সাহায্য প্রদান সহ বিভিন্ন কার্যকলাপে ব্যবহার করা হয়।

একে সাধারণতমতম দুইভাগে ভাগ করা যায়: সম্প্রসারণ এআই এবং সূক্ষ্ম এআই। সম্প্রসারণ এআই তথ্য প্রক্রিয়া করে এবং মানুষের সাধারণ বুদ্ধি।


১. এআই প্রযুক্তির ধরণ: এআই প্রযুক্তি প্রায় দুটি ধরণে বিভক্ত করা যায়: সীমিত এআই এবং সাধারণ এআই। সীমিত এআই, যা অনেক সময় কমপ্রিমিজম এআই বলা হয়, নির্দিষ্ট কার্যকলাপ সম্পাদন করার জন্য ডিজাইন করা হয় এবং তার ক্ষেত্র সীমাবদ্ধ হয়। সাধারণ এআই, অন্য দিকে, মানুষের মতো বুদ্ধিমান একটি সিস্টেম প্রতিষ্ঠা করে এবং একটি বিস্তারিত কার্যক্ষমতা রয়েখে তুলতে সক্ষম হয়।

২. মেশিন লার্নিং: মেশিন লার্নিং এটি এআইর একটি উপসেট যা কম্পিউটারকে নির্দিষ্ট কার্যকলাপ অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই শিখতে এবং পূর্ববর্তীভাবে প্রোগ্রাম করা হয় না। এটি বড় একটি ডেটাসেটে মডেল ।

৩. ডিপ লার্নিং: ডিপ লার্নিং হল মেশিন লার্নিংের একটি উপপাদ্য যা মানুষের মস্তিষ্কের নিউরাল
নেটওয়ার্কের গঠন এবং কার্যক্রম থেকে প্রভাবিত হয়। ডিপ লার্নিং ব্যবহার করে কম্পিউটার বড়
পরিমাণের ডেটা প্রক্রিয়া করে এবং ডেটার মধ্যে প্যাটার্ন এবং সম্পর্ক শিখতে পারে। ডিপ লার্নিং মাধ্যমে
ছবি সনাক্তকরণ, প্রাকৃতিক ভাষা প্রসেসিং,
বলায়ন সনাক্তকরণ এবং স্বয়ংক্রিয় গাড়ীর মতো কাজগুলির উন্নয়ন সম্ভব হয়েছে।


৪. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি): ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং

কম্পিউটারকে মানুষের ভাষা সম্পর্কিত তথ্য বোঝায়, বুঝায় এবং প্রতিক্রিয়া

করতে সক্ষম করে।

৫. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি): ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং

কম্পিউটারকে মানুষের

ভাষা সম্পর্কিত তথ্য বোঝায়, বুঝায় এবং প্রতিক্রিয়া করতে সক্ষম করে।

এনএলপি মডেল ব্যবহার করে, কম্পিউটার ভাষা অনুবাদ, সেন্টিমেন্ট বিশ্লেষণ,

টেক্সট সারাংশ, চ্যাটবট উন্নয়ন এবং অন্যান্য কাজগুলি করতে পারে। এনএলপি

প্রযুক্তিগত সমস্যা সমাধান, প্রক্সিমিটি এবং নাম-পরিচয় সনাক্তকরণে ব্যবহৃত হয়।

৬. কম্পিউটার ভিশন: কম্পিউটার ভিশন কম্পিউটারকে চিত্র বা ভিডিও থেকে

ভিজ্যোতি তথ্য বিশ্লেষণ ও বোঝার দক্ষতা দেয়। এটি ছবি সনাক্তকরণ, বস্তু

সনাক্তকরণ, মুখ সনাক্তকরণ এবং ছবি তৈরির মতো কাজগুলি সম্পাদনে ব্যবহার হয়।




Tuesday, April 25, 2023

 হঠাৎ ঝড়ে

-শুভ জিত দত্ত


আবার আমাকে নিয়ে কি 

গান লেখা যায়

হয়তো সম্পর্ক ছিন্ন হয়েছে

এখনো জায়গাটি আছে

আমার মনের মনিকোঠায় 


নাকি সম্পর্কের ভাঙনের সাথে

আমিও হারিয়ে গেছি

আমি কিন্তু এখনো ভুলিনি

নাড়া দেয় সেই স্মৃতি

যেদিন তুমি ছিলে আমার হয়ে 


আমার কল্পনায় আঁকিবুঁকি দেয়

সেই কথা বলার মূহুর্ত

লাইনের পথ ধরে হেঁটে যাওয়া

মাঝে মধ্যে কথা কাটাকাটি

তবু হাত ধরে ছিলে


দিন শেষে শত কষ্টের কথা বলে

নিজেকে হালকা করা

তার মাঝে তোমার সঙ্গ পাওয়া

এই নিয়ে চলছিল বেশ ভালো

কেন এলো দমকা হাওয়া?

Thursday, April 20, 2023

 সমাজ পতি

-শুভ জিত দত্ত


সত্য মিথ্যা ঘুরিয়ে বলে

লাভ কি ভাই তাতে

সমাজ চলে এর উপরে

এরাই সমাজ পতি


ঘুমিয়ে গেছে জাতির বিবেক

অন্ধ হয়ে হাটে

আবার কবে খুলবে চোখ

অবাক হয়ে থাকি


ঘুষের টাকায় পেট ফুলেছে 

তাতেই বাড়ি গাড়ি

বলবে কি আর দেখে শুনে

এটাই রীতি নীতি


গরীব মানুষ লাথি খায়

আবার খায় কিলও

এসব তাদের সয়ে গেছে

গায়ে লাগে না কিছুই।।

Thursday, April 6, 2023

আমাদের মানুষ-কবিতা


 আমাদের মানুষ

-শুভ জিত দত্ত 

আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা
খেটে খাওয়া মানুষ গুলো
সম্বল বলতে তাদের রোজগার খাটুনি

দুবেলা দুমুঠো পেটে ভাত জুটলেই
হাজারো চাহিদা দূরে রেখে
তাতেই তাদের স্বর্গীয় সুখ অনুভব হয়

কখন যদি হঠাৎ শরীর খারাপ ভর করে
সেদিন বন্ধ থাকে চুলা 
একবেলা কোনো রকমে নুন ভাতে

অসুস্থ শরীর নিয়ে আবার ছুটে চলা
বাড়ি ফেরা একগাল হাসি নিয়ে
শুধু বাজারে থলি হাতে তেমন কিছু নেই

তাদের অল্পতেই খুশি লাগে না বেশি
নেই যে তাদের বিলাসীতা
তারা আমাদের আশেপাশের মানুষ।।

 

কবিতা - ছবির মানুষ


 ছবির মানুষ

-শুভ জিত দত্ত 

কখন দেখা হয় নি তোমাকে সামনাসামনি
শুধু কথার মাঝে গড়ে ওঠে সম্পর্ক
আকাশ পাতাল ভাবনা গুলো তখন থেকে
মনের মাঝে রং তুলিতে ছবি এঁকে চলে

একটা দিন কথা না বললে মনে হয়
হাজার বছরের কথা গুলো জমে আছে
জমতে জমতে কখন যেন কথার 
লাইন গুলো পাহাড় সমান হয়ে গেছে 

তবু যতটুকু দেখেছি সেই ছবিতে
মনে হয় তোমাকে যেন হারিয়ে ফেলি
কোন এক অপ্সরা না হলে কোনো এক
স্বপ্নে দেখা কোনো রাজ কন্যার সাথে

আমার কপ্পলা যেন বার বার হার 
মানাতে বাধ্য হয় তোমার রূপের কাছে 
কোন এক জাদুকরী রূপে সেই ছবিতে 
দেখে আজও মনের দাগ কেটেছে।।

Thursday, March 16, 2023

প্রাণের বিনিময় -শুভ জিত দত্ত শুন্য হাতে দাঁড়িয়ে আছি তোমার জন্য আমি দেওয়ার মতো নেই যে কিছু তোমার কাছে আমার

 


প্রাণের বিনিময়

-শুভ জিত দত্ত 


শুন্য হাতে দাঁড়িয়ে আছি

তোমার জন্য আমি

দেওয়ার মতো নেই যে কিছু

তোমার কাছে আমার


তোমার রূপের কাছে

অর্থ যেন মূল্যহীন 

প্রাণের বিনিময়ে তোমার 

মনে আমরা ঠাঁই হবে 


জীবন‌ ছাড়া দেওয়ার মতো

নেই কিছু আর বাকি

তোমার জন্য সব দিয়েছি

শুধু জীবন‌ ছাড়া


চাইলে তুমি সেটুকু নিয়ে

আমাকে জায়গা দিও

তোমার মাঝে বাঁচার সুযোগ

পেলেই আমি খুশি।।

অর্থহীন সোশ্যাল মিডিয়া -শুভ জিত দত্ত





 অর্থহীন সোশ্যাল মিডিয়া

-শুভ জিত দত্ত 


মনের আজ বড় একটা

ক্ষত সৃষ্টি হয়েছে

তুমি হয়তো চোখে দেখতে

পারবে না


তোমাকে না দেখার কষ্ট গুলো 

আজ পাহাড় সমান

কথা হয় না অনেক দিন

মনে আছে আমাকে


সেই যে কত কথা হতো

সারাদিনের চ্যাটে

হাই হ্যালো দিয়ে শুরু হতো

দিন পার হয়ে যেত


তবু মনের খোরাক মেটে নি

আবার কবে আসবে

দেখবো তোমাকে অনলাইনে

আসি ফিরে যায়


তোমাকে ছাড়া সোশ্যাল মিডিয়া

সম্পূর্ণ অর্থহীন

বার বার স্ক্রল করতে করতে

হঠাৎ ঘুমিয়ে যাওয়া

Sunday, March 12, 2023

কবিতা

 রক্তের দাগ

-শুভ জিত দত্ত


ভুলিনি সেই রাতের কথা

বুলেটের আওয়াজ

দিকে দিকে জলপাই রঙের

গাড়ির আসা যাওয়া


খুঁজে খুঁজে তাজা প্রাণ

কেড়ে নেওয়ার উৎসব

ঘুম কেড়ে নেওয়া রাতে

স্বজন হারার হাহাকার


আতংকে আর ভয়ের মাঝেই

ভোর ঘনিয়ে এলো

এখনো ভেসে আসে সেই 

রাতের দুঃসহ স্মৃতি


মুক্তিকামী মানুষ গুলো 

লাশ হয়ে ঘরে ফেরে

স্বাধীন করো মুক্ত করো

সেদিনের সেই দাবি


চেয়ে দেখি তাদের রক্তের

দাগ বুকে নিয়ে আজ

বিশ্বের মানচিত্রে বাংলাদেশ

জ্বলজ্বল করে ওঠে।।











Wednesday, March 1, 2023

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

উৎসাহ সৃষ্টির অনুপ্রেরণায় এই স্লোগান সামনে নিয়ে ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়।কোনো লেখা যেন হারিয়ে না যায় প্রকাশের অভাবে।নতুন লেখক দের উৎসাহ প্রদান একমাত্র লক্ষ্য।এই আয়োজনে আপনিও যুক্ত হোন। প্রতি বৃহস্পতিবার ।আপনিও লেখা পাঠাতে পারেন ত্রিলোচন  সাহিত্য ভুুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকায়।

পত্র্রিকা পড়তে ক্লিক করুন

লেখা পাঠানোর ঠিকানা : Shuvojitdutta12@gmail.com

Tuesday, February 14, 2023

বসন্তের কবিতা

 


বসন্ত উৎসব

-শুভ জিত দত্ত 



বসন্তের সকালে আবির হাতে

তোমাকে দেখেছি

লাল নীল হলুদ নানা রঙের

ঢালা সাজিয়ে


অপেক্ষা করছিলে হয়তো 

আমার জন্য 

বের হতেই তাই আমাকে 

রাঙিয়ে দিলে


অপ্রস্তুত হয়ে তোমার রঙে

রঙিন হলাম

প্রাণের উৎসবে সারা দিলাম

তোমার সংস্পর্শে


বসন্ত তাই রঙিন হয়েছে

শোভিত চারিদিকে

তুমি দিলে প্রাণের স্পন্দন

বসন্তের উৎসবে।।