ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, May 21, 2023

 ফিরে এসো

-শুভ জিত দত্ত

তোমার হঠাৎ পরিবর্তন যেন
সব কিছু বদলে দেয়
চেনা জানা যা ছিল সব কিছু
নিমিষেই আচেনা হয়
শুধু বদলায় না আমার মাঝে
তোমার অবস্থান টুকু
তুমি চলে যাবে বাঁধা হবো না
সেই কথা থেকে যাবে
সময়ের ব্যবধানে মনে পড়লে
এই আমাকে ছুটে এসো
থাকবো যেমন ছিলাম তেমনই
কাছে ডেকে নেবো
শুধু ভুল ভেঙ্গে গেলে আমাকে
আপন করে নিও তুমি
তোমার জন্য অনেক গল্প
জমিয়ে রেখেছি শোনাবো।।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
আমার প্রাপ্তি আজ পৌঁছে গেছে
শুন্যের খাতায়
যা অবশিষ্ট ছিল সব উজার
করে দিয়েছি তোমাকে
আমি আজ শুন্য হাতে দাঁড়িয়ে
আছি নিঃসঙ্গ হয়ে
তবু তোমার সঙ্গ যদি মেলে
তাতেই আছে পূর্ণতা
আমি সেই রূপে মুগ্ধ হয়ে
হারিয়ে গেছি কখন
নিজেরই অজান্তে আজ এলোমেলো
বড্ড অগোছালো জীবন
সেদিন প্রথম তোমার প্রবেশ
আমার মনের দুয়ারে
সেই রূপের ছটায় নিজেকে
বেঁধে ফেলে অসহায় আজ
এখন তুমি আমাকে দেখে রেখো
তোমার মতো করে
না হলে হারিয়ে যাবো আমি
কোন এক অতল গহ্বরে।।

No comments:

Post a Comment