অযোগ্য আমি
-শুভ জিত দত্ত
আমার মাঝে নেই যে কোন
উচ্চাভিলাসী আশা
একাকীত্ব মাঝে খুঁজে চলি
নিরলস আনন্দ
সময়ের গল্প শোনার ফাঁকে
নিজেকে খুঁজে পাওয়া
আমার হবে কেউ কখনো
ভাবা যেন দুঃস্বপ্ন
পদ পদবী নেই যে কিছু
কি আছে যোগ্যতা
রূপের বাহার নেই যে তবু
সহজ সরল সাবলীল
সব শুনে আমাকে কেউ কখনো
আপন করতে চাইবে
তবুও ভুল বশত আমার জন্য
জায়গা দিতে পারে
সেদিন থেকে তোমার হবো
শত বাঁধার মাঝেও
যত দূরে যাই না কেন মনে রেখো
তোমাকে সাথে রাখবো।।
No comments:
Post a Comment