স্বপ্নের সমাধি
শুভ জিত দত্ত
শুভ জিত দত্ত
আমি নিত্য নতুন নেশায় আসক্ত
যেখানে মনের সলিল সমাধি
স্বপ্ন সে তো দুমড়ে মুচড়ে ভেঙ্গে
পুরোনো কোন অধ্যায়ের সমাপ্তি
মনের উপর কালচে দাগ গুলো
ক্রমশ স্পষ্ট হয়ে ফুটে ওঠে
রাতের ঘুম কেড়ে নেওয়া যন্ত্রনা
সাথে জুড়ে যায় হাজারো ব্যাথা
আগুনের শিখার তীব্রতার মাত্রা
শরীরের ক্ষত চিহ্ন রেখে যায়
যেখানে জলে ভেজার পরেও
কষ্টের পরিসমাপ্তি ঘটাতে ব্যার্থ
যেখানে শোকের কবর রচনা হয়
সেখানে নিরন্তর সুখের খোঁজ
অন্ধকারে মাঝে আশার আলোর
সন্ধানে ব্যর্থতার দায় স্বীকার।।
No comments:
Post a Comment