জমানো স্বপ্ন
-শুভ জিত দত্ত
বড় অগোছালো হয়ে গেছে
গোছানো ছিল সবই
কিছু আশার সঞ্চারও ঘটেছিল
নিমিষেই চূর্ণ বিচূর্ণ হলো
সহজে বদলে ফেলা যায় কি সব
ছিল সবই যা সাজানো
কি ভাবেই বা মনকে দ্রুত
পাল্টে ফেলা যায়
দিনে দিনে যেভাবে গড়েছিলে
সেভাবে আছে ঠিকই
হঠাৎ কালো মেঘের দল
কখন ঘনিয়ে এলো
কেনই বা রুদ্র মূর্তি নিয়ে
হঠাৎ হাজির হলে
জমানো স্বপ্ন গুলো ভাঙলে
কি এমন দোষে
তবু ভালো থেকো তুমি
সুখের স্মৃতি নিয়ে
তোমার দেখার ইচ্ছে গুলো
পোড়ায় নিজেকে খুব।।