"পরাজিত শক্তি"
শুভ জিত দত্ত
আমার দেশের স্বাধীন মানুষ
করতে পারে যুদ্ধ,
দেশের শত্রু জীবিত দেখে
তারা আজকে খুদ্ধ ।
আবার নামবে যুদ্ধে ওরা
যদি সুযোগ মেলে,
দেশের স্বার্থে জীবন দিতে
পারে হেসে খেলে।
মুক্তি যুদ্ধের হারলো যারা
আবার হুংকার তোলে,
দেশের শত্রু দিনে দিনে
মুখোশ তারা খোলে।
অসহায় মানুষ হচ্ছে আজকে
ভিটে মাটি ছাড়া,
ওদের আবার নতুন করে
শক্তি দিলো কারা।