ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, November 21, 2020

"যাও এগিয়ে"

-শুভ জিত দত্ত


নতুন ছন্দে নতুন দিশায়

এবার ছুটে চলো,

পৌঁছে গেছো অনেক দূরে

প্রাপ্তি কাছে এলো।


আসুক দেখি কতো বাঁধা

ছুটে যেতে হবে,

নির্ভীক থেকে ছুটতে থাকো

সুনাম পাবে তবে।


তোমার দেখে শিখুক সবাই

নতুন কিছু বলা,

করবে শুরু নতুন কিছু

সাথে তোমার চলা।


জানাই অনেক শুভ কামনা

তোমার যাত্রা পথে,

যেদিন‌ তুমি পৌঁছে ‌যাবে

চড়বে জয়ের‌ রথে।


আরো শত বছর আসুক

চলতে থাকুক যাত্রা,

এগিয়ে যাবে লক্ষ্যের দিকে

ছাড়িয়ে যাবে মাত্রা।


Tuesday, November 17, 2020

 "শেষ স্পর্শ"

শুভ জিত দত্ত


জানো আজো আড়ালে কাঁদি

তোমার দেখবো বলে

সেই দিন ছেড়ে চলে গেলে

ছিলো ফেরানো চেষ্টা


সেদিন রাত জেগে শুধু

শুধু ফেরানোর আকুতি

সবাই বলছিল হাল ছাড়তে

আমি একবারও শুনিনি


একবার সারাদিয়ে কিছু বলতে

তোমার কন্ঠস্বর শুনতাম

কিছু না বলে হঠাৎ চলে গেলে

সব চেষ্টা বৃথা করে


কেন কঠিন ব্যাধি তোমাকে

কেড়ে নিতে হলো

আমাকে কেন চোখে দেখলো না

হাসি মুখে বিদায় নিতাম


শুধু তোমার স্পর্শ পেয়ে

হাসি মুখে যেতাম চলে

না ফেরার দেশে দিতাম পারি

তুমি ভালো থাকতে।।


Saturday, November 14, 2020

 


"জমানো কথা"

শুভ জিত দত্ত


শুধু চাওয়া পাওয়ার মাঝে 

কেন বার বার বাঁধা পড়া

শুধু কি চওয়া টাই শেষ কথা

কত কথাই তো থাকে জমানো

কত বার চেয়েছো জানতে


শখ মিটাতে মিটাতে হয়তো

ক্লান্তি এসে গ্রাস করে

কিন্তু জামানো কথা বলতে

কখনো ক্লান্তির আঁচ লাগেনা


চাওয়া পাওয়ার খাতায় সযত্নে 

কিছুটা কথাও তুলে রেখো

বলতে বলতে দেখবে আমি

কেমন স্বতেজ হয়ে উঠেছি


তখন আর কোন বিরক্তি না

বার বার আগলে রাখা 

কোন না কোন কথার ছলে

দেখো চিনতে পারবে না

বার বার অবাক হবে


আর চেয়ে রইবে এই নতুন

আমির দিকে অপলক দৃষ্টিতে

মুগ্ধ হবে এই আমি কে দেখে

শুনবে তুমি জমানো কথা।


Friday, November 13, 2020

 "পাখির ভোট"

শুভ জিত দত্ত


পাখিদের ভোট বলে কথা

চারিদিকে হৈ হৈ,

নেতারা সব গাছে গাছে

করে খালি চৈ চৈ।


দ্বারে দ্বারে ঘুরে ঘুরে

শোনায় আশায় বাণী,

ভোটের খবর শুনে নিয়ে

দেখতে আসে রাণী।


মায়না টিয়া প্রতীক পেলো 

সবার থেকে সেরা,

কে কার থেকে বেশি পাবে

তারপর জয়ে ফেরা।


উড়ে উড়ে হেসে খেলে

যাই সবাই ভোট দিতে,

কোকিল খুশি সবার থেকে

 অনেক ভোটে জিতে।

Wednesday, November 11, 2020

 

"রাজার সাজা"

-শুভ জিত দত্ত


কানাই রাজার নামের কদর

এক কথায় ছড়ানো,

সময় পেলে নদীর ঘাটে

শখ ঘুড়ি ওড়ানোর।


সবার সাথে মিশে যেতো

উদার মনের ভারি,

সবার সাথে মিশতে হবে

আইন ছিলো জারি।


ফাইন হতো ঝগড়া হলে

যেতে হবে জেলে,

মারামারি‌ সাজা বেশি

খবর একটু পেলে।


ঝগড়া বিবাদ মিটে গেলে

মোহোর দিত ভারি,

কানাই রাজার অঢেল টাকা

কয়েক হাজার হারি।



Friday, October 30, 2020

 ধৈর্য্য রেখো

-শুভ জিত দত্ত



তুমি একদিন পৌঁছে যাবে

তোমার আপন পথে,

সেদিন চড়বে সবার থেকে

দামি সোনার রথে।


যদি তুমি লেগে থাকো

ভাগ্য নেবে পিছু,

ধরা দেবে সুযোগ গুলো

বাকি আছে কিছু।


শুধু একটু ধৈর্য রেখো

দমবে না কিছুতেই,

আসতে পারে হাজার বাঁধা

থেমো না শুরুতেই।


আস্তে আস্তে ধরা দেবে

দেখবে কেমন লাগে,

সেদিন দেখো খারাপ সময়

কেমন করে ভাগে।


তুমি পারবে বিশ্বাস রেখো

মনে জ্বেলো আগুন,

তোমার দোয়ারে ধরা দেবে

বসন্তের এক ফাগুন।।

Saturday, October 24, 2020

কবিতা

 গ্রামের আলো

-শুভ জিত দত্ত


বাড়ি আমার করিম পুরে

ইচ্ছে হলেই গাইতাম সুরে,

গ্রামের মিষ্টি দৃশ্য দেখে

মনটা আমার গল্প লেখে।


গর্ব আমার বলতে পারি

মুগ্ধ করে গাছের সারি,

খেয়াল খুশি ইচ্ছে হলেই

ডুবে থাকি নদীর জলেই।


 আপন রুপে ভুলিয়ে রাখে

 এমন গ্রাম যে,মেলে লাখে ,

 রুপের বাহার মেলে ধরে

শুধু সবার দেখার তরে।


ভুলে যাবে দুঃখ গুলো

যদি মাখো গ্রামের ধুলো,

দেখবে কেমন রাখে বেঁধে

থাকো শুধু বলবে সেধে।

Wednesday, October 21, 2020

কবিতা


 

উৎসবের উল্লাসে
-শুভ জিত দত্ত

বোধন‌ মানেই শুভ সূচনা 
শুরু হলো উন্মাদনার 
মেতে ওঠা সে এক মহা সমারোহে
ঢাকে কাঠি আর শঙ্খ ধ্বনিতে
মুখরিত হয়ে ওঠে উৎসব অঙ্গন
আর পুজোর গন্ধে মন
মেতে ওঠে কোন নতুন আবেসে
প্যান্ডেল জুরে ব্যাস্ততা 
তার মাঝে খুঁজে ফেরা
কটা দিনের ব্যাস্ততাকে ছুটি 
দিয়ে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠা
শুনবনা আজ আর কারো 
শাষন বারন আমি আজ বাঁধন হারা
বছর ঘুরে এলে ফিরে 
শত প্রতিক্ষার অবসানে
আজ তাই দিকে দিকে 
চলে তোমার নিয়ে উন্মাদনা
অবশেষে এলে এই ধরায়।

Sunday, October 18, 2020

ছড়া কবিতা

 দাদুর স্মৃতি

-শুভ জিত দত্ত


নারু দাদুর দোকান ছিলো

পাড়ার মোড়ের একটু ডানে,

অবাক চোখে থাকতো ‌চেয়ে

আমার আশার পথের পানে।


স্কুল শেষে কজন মিলে

যেতাম দাদুর দোকান ঘরে,

মিষ্টি দিতো প্যাকেট ভরে

যখন আমি পড়তাম জরে।


দাদুর দোকান মিটাই মন্ডা

ছিলো অনেক স্বাদের বাহার,

মুখে দিলেই ভুলে যেতাম

অনেক ছিলো স্বাদ যে তাহার।


কদিন বাদে শুনতে পেলাম

দাদু নাকি গেছেন মরে,

সেদিন থেকে দাদুর কথা

খালি শুধু মনে পরে।।

Saturday, October 17, 2020

ছড়া কবিতা

  তাদের ভূমি

-শুভ জিত দত্ত


বাগান মাঠে কচুর ঝোপে

সন্ধ্যা রাতে শিয়াল আসে,

খানিক বাদে গলা ছেড়ে

আড্ডা শেষে সবাই হাসে।


কথার মাঝে ঝগড়া বাধে

তারা এখন কোথায় যাবে,

মানুষ গুলো দালান বাধে

থাকার জায়গা কোথায় পাবে।


মাঠের মাঝে দক্ষিণ কোণে

মানুষ গুলো নিলো কেড়ে,

খাবার অভাব লেগেই থাকে

বাচ্চা গুলো কেঁদে ফেরে।


দূর্যোগ গুলো ধেয়ে আসে

মানুষ গুলো বুঝবে কবে,

সবুজ গুলো ধ্বংস করে

মৃত্যু এবার ডাকছে তবে।


Thursday, October 15, 2020

কবিতা আবৃত্তি

 আমার আবৃত্তিতে শিশুতোষ কবি সুকুমার রায়ের লেখা হীতে বিপরীত কবিতা



Wednesday, October 14, 2020

কবিতা আবৃত্তি

 আমার আবৃত্তিতে শিশুতোষ কবি সুকুমার রায়ের লেখা অসম্ভব নয় কবিতা



Tuesday, October 13, 2020

কবিতা আবৃত্তি


আমার আবৃত্তিতে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশুতোষ "হাট" কবিতা



Monday, October 12, 2020

কবিতা আবৃত্তি

 আমার আবৃত্তিতে কবি সুকুমার রায়ের লেখা শিশুতোষ কবিতা গানের গুঁতো


Sunday, October 11, 2020

ছড়া কবিতা

 "শখের ঘড়ি"

-শুভ জিত দত্ত

-

মিনাল বাবুর শখের ঘড়ি

সময় দেখে খাবেন বড়ি,

টাইম দেখে যাবেন হাটে

সবজি কিনে সময় কাটে।


সময় করে আনেন খড়ি

যত্ন করে রাখেন ঘড়ি,

ইচ্ছে হলেই দেখেন ঘড়ি

খেপায় তারে বলে হরি।


তাকে নিয়েই চড়েন গাড়ি

ঘড়ির আছে মুল্য ভারি,

তিনি আবার খাবেন খিরে

সময় দেখে বাড়ি ফিরে।


খাবার খাবে একটু চেখে

যখন তখন ঘড়ি দেখে,

চোখে মারেন জলের ফিকে

তাকিয়ে নিয়ে ঘড়ির দিকে।