শুভ সরস্বতী পূজা
Saturday, February 5, 2022
Tuesday, February 1, 2022
জমানো গল্প
-শুভ জিত দত্ত
যতই হারিয়ে যাওনা তুমি
ঠিক সময়ে ফিরে এসো
তোমার ছাড়া একলা আমি
মন বসে না কাজে
তোমার অপেক্ষা দীর্ঘ হলে
আমার গল্প এলোমেলো
তোমার জন্য রেখেছি আমি
জমিয়ে হাজার কথার বুলি
ভেবো না আমি ভুলে গেছি
রাত জেগে ভাবি শুধু
কবে আবার সুযোগ পাবো
খানিক একটু কথা বলব
যখন তুমি সময় দেবে
তখন অধম হাজির হবে
ঠিক তখনই করবো শুরু
আমার মনের গল্প যত
Monday, January 17, 2022
ছড়া কবিতা
বুড়ির ঘুড়ি
-শুভ জিত দত্ত
বাড়ির পাশে বনের ধারে
থাকতো আজব বুড়ি
সারা দিনে সময় পেলে
খেতো নাকি মুড়ি
শোনা কথা তিনি নাকি
রাখতো কাছে নুড়ি
তাতেই তিনি জাদু করে
পেতো নাকি মুড়ি
খাবার কষ্টে যেতো ছুটে
তিনি দিতেন তুড়ি
তাতেই সবার বস্তা বস্তা
জুটতো কতো মুড়ি
বুড়ির বাড়ি ছিলো নাকি
বিশাল একটা ঘুড়ি
সেটাই চড়ে এদিক ওদিক
ঘুরতো আজব বুড়ি
Saturday, January 1, 2022
গল্প
অজানা ভয়ের রহস্য
শুভ জিত দত্ত
আমাদের গ্রামের ঠিক শেষ প্রান্তে একটা প্রাচীন মন্দির। মন্দিরের সাথেই একটা বিশাল বট গাছ , এই গাছটির বয়স অনুমান করাটাই বেশ কঠিন ব্যাপার । মন্দিরের জায়গাটা বেশ নির্জন তেমন আশে পাশে কোনো বাড়ি ঘরও নেই। অনেক রকম ভংঙ্কর কাহিনী কাহিনী প্রচলিত আছে এই এলাকাটি নিয়ে, তাই সন্ধ্যার পর কেউ সেখানে তেমন যায় না।যাই হোক আমাদের গ্রামটা অনেক ভালো।সারাটা বছর জুড়ে প্রায় উৎসব লেগেই থাকে।আমাদের পাড়ায় আমাদের যে গ্রæপ আছে তার লিডার সৌমেনদা। এলাকায় তার বেশ অনেক সুনাম আছে।শীতের পিকনিক বা এদিক ওদিক যাওয়া থেকে শুরু করে সব কিছুতেই তার একটা বড় ভূমিকা ।সামনেই শীতের ছুটি অনেক দিন কোথাও যাওয়া হয় না ,বিকালে তনুর সাথে দেখা আমাকে বলল শুক্রবার স্কুল ছুটি আছে ওই দিন পিকনিকের মিটিং আছে ঠিক সময়ে চলে আসবি সৌমেনদা থাকবে কিš‘।যাই হোক আমাদের মিটিং শেষে সিন্ধান্ত হলো এবার ট্রেনে চেপে একটু দূরেই যাবো।সেই বার পিকনিক শেষে ফেরার পথে আনেক রাত হয়ে গেল ।ট্রেন থেকে নামতেই সব যেন শুনশান কোথাও কেউ নেই , তবে সৌমেনদার ছিল অঢেল সাহস।দাদা বলল চল যে করেই হোক আজ বাড়ি যাব ,যেই কথা সেই কাজ রওনা হলাম বাড়ির পথে।একটু যেতেই পথেই সেই মন্দির ভয়ে যেন পা সড়ে না।অনেক আওয়াজ আর আলো আসছিলো শুনে মন হ”িছল কারা যেন খুব জোরে জোরে হাসছে ।তনু তখন বলে উঠল ওখানে যেই আত্মা গুলো থাকে তাদের কাজ।সবাই সিন্ধান্ত নিল স্টেশনে ফিওে যাওয়ার।তখন সৌমেনদা বলে ওঠলো আজ আত্মাদের দেখেই বাড়ি ফিরব আমি জানতাম দাদা অনেক সাহসী নিষেধ করলাম তবুও শুনলো না।সৌমেনদা বলল আমার সাথে কেউ জাবি নাকি আমি আর রতন সাহস করে এগিয়ে গেলাম সৌমেনদার সাথে, ঠিক ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে রইলাম কি আছে দেখার জন্য ।দেখি দশ থেকে বারো জনের একটা ডাকাত দল তারা সোনা ও টাকা পয়সা ভাগ করছে।আগেই বলে রাখা আমাদের গ্রামে বেশ কিছুদিন ধওে ডাকাতি হ”েছ। পুলিশ অনেক চেষ্টা করেও ওদের ধরতে পারছে না। এদের ধরা বেশ কষ্ট সাধ্য ব্যাপার মূলত কখন যে এরা কোথায় থাকে বোঝা কঠিন ব্যাপার।এরা সাধারন মানুষের মত ঘুরে বেড়ায় এদিক ওদিক তাই পুলিশ সহজে আঁচ করতে পারে না।তবে আমাদের একটা কাজ অনেক সহজ হয়ে গেল।কাল কোথায় তারা ডাকাতি আগে থেকে খবর পেয়ে গেলাম ,কিš‘ এবার আমাদের কিছু করতে হবে।আমাদের পক্ষে এত বড় গ্রæপকে ধরা প্রায় অসম্ভব ব্যাপার ।সৌমেনদা একটা বুদ্ধি আসলো ওই গ্রামের মানুষদের কাছে আগে থেকে জানানো হলো পরিকল্পনা ।পরদিন ঠিক সন্ধ্যা থেকে আমাদের প্র¯‘তি শুরু হলো।তখন ঠিক রাত ১টা বাজে ওরা এসেই আগে কি যেন স্প্রে করল তার ঠিক আধা ঘন্টা পর তাদের অভিযান শুরু করল। লক্ষ্য করলাম বাড়ির কেউ টের পেল না ।ঠিক ওরা বেরিয়ে যাবে এমন সময় পরিকল্পনা মত সংকেত দিল। আমরা চারিদিক থেকে ওদের ধরে ফেললাম যে যেমন পারলো মারলো ওদের খুব । থানার বড় বাবু রমেন রায় কে খবর দেওয়া ছিল উনিও ঠিক সময় মতো চলে এলেন ধরে বেঁধে ওদের নিয়ে গেলেন।পরদিন বড়বাবু সৌমেনদার সাহসের স্বীকৃতি স্বরূপ তাকে আমাদের গ্রæপের সবাই পুরস্কৃত করলেন । এমন অনেক ঘটনা আছে আমাদের সাথে সৌমেনদার তিনি অনেক সাহসের সাথে সেগুলো মোকাবিলা করেছে।
Saturday, October 30, 2021
একটু সময় হবে
-শুভ জিত দত্ত
তোমার সাথে বললে কথা
ভুলে যায় সব কিছু
দুঃখ বলে আছে নাকি
মাথায় আসে না
অপেক্ষা আমি করতে পারি
একটু কথা বলতে দেবে
সময় নষ্ট করবো না
কাজের ফাঁকে কথা বলো
কখন তোমার সময় হবে
জমানো কিছু কথা আছে
অনেক কিছু বলবো তোমায়
যখন একটু সময় দেবে
যদি খুব রাগ করো
খানিক একটু বকা দিও
তবুও একটু সময় পেলে
আমার সাথে কথা বলো
Wednesday, October 27, 2021
দুঃখের সঙ্গী
-শুভ জিত দত্ত
সেদিন হয়তো আকাশটা
বড় মেঘলা ছিল
কলো মেঘের দল গুলো
এসে জড়ো হচ্ছিল
হঠাৎ করেই যেন ছেয়ে
গেল আকাশ জুড়ে
ক্রমেই বিষণ্ণতা ছড়িয়ে পড়লো
কিছু সময়ের ব্যবধানে
তোমার মনটা খারাপ ছিলো
তাই হয়তো সেদিন ওরা
তোমার কষ্টের সঙ্গী হলো
আবার দুঃখের ভাগও নিলো
শুধু আমি কেন কাঁদতে
পারছিনা না বলতে পারো
শুধু প্রচন্ড যন্ত্রনায় কেন
ছটফট করছি সারাদিন।।
Monday, October 25, 2021
কবিতা
মায়ার জালে
-শুভ জিত দত্ত
কোন এক কুয়াশা ভেজা
শীতের সকালে
শিশির ভেজা মাঠে তোমাকে
হাটতে দেখে
নিজেকে হারিয়ে ফেলেছিলাম
কি অপূর্ব রূপ যেন তার
চোখ ঝলসে যায়
তাই বার বার বাঁধা পরি
তোমার মায়ার জালে
অচেনা তুমি ছিলে মায়াবী
মন কেরে নাও কি আছে
অপূর্ব ক্ষমতা তোমার
জানো সেদিনের পর থেকে
ঘুমটুা চলে গেছে
যেদিন দেখেছি তোমায়।
Sunday, October 24, 2021
Saturday, October 23, 2021
কবিতা
ওরা সংখ্যালঘু
-শুভ জিত দত্ত
রক্ত জল করে গড়া সম্পদ
পুড়ে যেতে দেখতে হয়
অসহায় এর মতো
আর ক্রমাগত চোখের
জল ফেলতে হয়
এক সময় এই চোখের
জল অভিশাপ হয়ে
ধরা দেবে সময়ের ব্যবধানে
কি দোষ ছিল
কি বা অন্যায় ছিল
তবু কেন এতো বড়
শাস্তি পেতে হলো
আমরা দূর্বল জাতি
এই কি ওদের অপরাধ
আমরা থাকি আমাদের
মতো লাগি না কারো পিছু
যায় না কোন ঝুট ঝামেলায়
থাকি নিজেদের মতো
তবু কেন হামলা অত্যাচার
আর কত দিন সহ্য
করতে হবে এই নিদারুণ অত্যাচার।।
Friday, August 27, 2021
কবিতা
ভালোথাক সম্পর্ক
--শুভ জিত দত্ত
হয়তো নিজেকে ভাবি না
তোমার সমকক্ষ
একটু আড়াল থেকে হলেও
প্রিয় মানুষটি হয়ে থেকো
কখনো মনের ভুলেও কাছেই
গিয়ে আমি দাঁড়াবো না
শুধু দূর থেকে দেখবো তোমায়
যদি কখনো সুযোগ হয়
প্রকাশ করতে যত বাধা বিপত্তি
তাই অপ্রকাশিত হয়ে থাক না
শুনেছি কাছাকাছি হলেই নাকি
কত মধুর সম্পর্ক ভেঙে যেতে
তবে এই ভালো আমার মাঝে
তোমার অস্তিত্ব থাকুক চিরকাল
শুধু কল্পনাকে বেছে নেব
দুজনের সঙ্গী করে।।
Monday, August 2, 2021
কবিতা
আমাকে ছেড়ে
-শুভ জিত দত্ত
হঠাৎ করে কেন এমন
এতো অচেনা হলি
খুব তো বলেই যেতিস
তুমি ছাড়া চলেনা
এখন আবার কি এমন হলো
আমাকে ছেড়ে থাকিস
নাকি হঠাৎ করে একা থাকা
খুব ভালো শিখে গেছিস
পথ চলতে খুব তো আমাকে
সাথে নিয়ে যেতিস
আমাকে ছাড়া বের হতেও
নাকি খুব ভয় হতো
সেই ভয় কি হঠাৎ চলে গেছে
খুব জানতে ইচ্ছে করে
আর কেমন আছিস তুই
এই আমাকে ছেড়ে।।
Tuesday, July 6, 2021
বেঁচে থাক সম্পর্ক
-শুভ জিত দত্ত
বহু দূর থেকে খুঁজে নেব
তবু কাছে যাবো না
জানো তো কাছাকাছি হলে নাকি
কতো মধুর সম্পর্ক ছিন্ন হয়ে যায়
তাই দূর থেকে দেখে যাবো
বলবো না ভালো লাগে
তবু বেঁচে থাক আড়ালে থাকা
মধুর সম্পর্ক গুলো
আমার ভালো লাগা হয়ে
থেকে যেও তুমি
শুধু মনের ভুলে দূর থেকে দেখবো
কখন যাবনা তোমার কাছে
যদি কথা বলাতেই সৃষ্টি হয়
যতো ভুলবোঝাবুঝি
তাহলে থাক না কথা বলা সামনাসামনি বলবো না
মনে মনে বলবো শুধু তোমার সাথে কথা।।