রুখে দাঁড়াও !!শুভ জিত দত্ত!! হে যুবক চোখের সামনে দেখ কেন অন্যায় তুমি যে পার রুখতে এই অন্যায় অবিচার তবু কেউ কেন চুপ করে রহ একবার কন্ঠ তোল আর কর প্রতিবাদ পেয় নাগো ভয় তুমিই পার রুখতে ওগো যত অন্যায় অবিচার একবার ওগো কন্ঠ তলো গাও প্রতিবাদী গান।।
আমরা প্রতিবাদী শুভ জিত দত্ত আমরা নয়কো আজ নীরব আমরা যে আজ প্রতিবাদী আমরা রুখব যত অন্যায় অবিচার গড়ব সোণার বাংলা থাকবে না কোন অনাচার হবে শষ্য শম্যলা আমাদের এই বাংলা নয়তো মুখে নয়তো তর্ক শক্তি দিয়ে সবার উদ্ধে।।
মা --@--শুভ জিত দত্ত অপূর্ব ক্ষমতা তোমায় মা মা নামের যে অপূর্ব ক্ষমতা তা ক্ষণে ক্ষণে উপলদ্ধি করি তুমি ছাড়া আপন কেহ কি আছে এই দুনিয়াই হয় তো অনেকে আসে এ জীবনে তোমার মথ কেউ কি আপন হতে পারে মা কত না আদর স্নেহে আগলে রাখ তুমি আমাদের মা যানি জীবনে হয় তো বা তোমার এ ঋণ শোষ করতে পারব না তবু তোমাকে যে বড়ই ভালবাসি কি তৃপ্তি কি শান্তি মাগো তোমার এই মধুর নামে মাগো তুমি ছাড়া জীবনটা বড়ই একা একা লাগে
অপূর্ব বাংলা শুভ জিত দত্ত আমার সোনার বাংলার রুপের বর্ণনা হয় তো বা বলে শেষ করা যাবে না কি নেই আমার এই অপূর্ব বাংলায় চারিদের সবুজের সমারাহ আর নীল আকাশ যেন দিগন্ত ছুঁয়ে যায় কত না সাধু পুরুষের পূর্ণ ভূমি আমার এই অপূর্ব বাংলা মাঝি যেন আকূল হয়ে গানে গেয় দাঁড় টানে সারা বেলা কত নদ নদী আর হাওড় বাওরে ভরা চারি দিক যে দিকে তাকায় সেদিকে যেন সোনার ধানে গেছে ভরে যে একবার দেখেছে ওগো এই বাংলার রুপ কখন হয় তো ভুলিতে পারিবেনা ওগো এই বাংলাকে জীবন যেন অবসান হয় মাগো এই বাংলার মাটিতে বার বার জন্মিতে পারি মাগো তোমার এই অপূর্ব বাংলায়।।
''ছোট কাকু'' -শুভ জিত দত্ত- আমার প্রিয় আদরের ছোট কাকু তোমার কোলে মাথা রেখে ঘুমাইতাম সাড়া রাত, মা বাবা চলে গেছে সেই ছোট বেলায় তোমার হাতেয় পড়া লেখা মোড় তোমার হাতেই মানুই আমি, বলতে বাবা বলতে মা সবই ছিলে তুমি তাই তোমার কথা ভেবে ভেবে কেঁদে যায় সাড়া রাত...
Tuesday, January 5, 2016
রক্তের দাম ......................শুভ জিত দত্ত
তোমরা যদি সেদিন না যেতে ভাষার দাবি নিয়ে রাজপথ কাপিয়ে স্লোগান যদি না দিতে সেদিন জীবন কে তুচ্ছ করে ঝাপিয়ে না পড়তে সেদিন যদি রাজ পথে রক্ত না ঝড়তো সেদিন তাহলে হয় তো মাতৃভাষায় বোলতে পারতাম না কথা তোমাদের রক্তের বিনিময়ে পেয়েছি মিষ্টি একটা ভাষা যে ভাষার জন্য দিয়েছো তোমাদের অমুল্য জীবন তাই আমি হৃদয় থেকে জানাই তোমাদের শত কোটি সালাম
অমর গাঁথা .,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,., শুভ জিত দত্ত
তোমাদের এই বলিদান চিরদিন থাকবে স্মরণীয় ইতিহাসের পাতায় পাতায় তোমরা থাকবে চিরদিন তোমাদের এই বীরত্বের কথা জাতি বার বার করবে স্মরণ ভুলিবেনা কখনো এই অমর বীরত্বের কথা তোমরা অমর তোমাদের তো কখনো হয় না মৃত্যু তোমরা যে মহান তোমরাই যে শ্রেষ্ঠ তাই তোমাদের অমর গাঁথা রয়ে যায় চিরকাল অমলীন হয়ে যুগে যুগে তাই তোমাদের কথা রচিত হোক ইতিহাসের পাতায় পাতায়
রাত জাগা ৭১(ছোট গল্প) শুভ জিত দত্ত নদী তে নৌকা এখন বাঁধা আছে আমি রহমত চাচা নৌকার ভিতরে বসেই আছি হাতের কাছেই রেডিও টা ছিল চালু করতেই শুনতে পেলাম দেশের বিভিন্ন স্থানে পাক বাহিনী ও মুক্তি বাহিনীর মধ্যে তুমূল সংঘর্ষ চলছে ।করিম চাচা বলে গেল পাশের গ্রামের ঘর গুলোতে পাক বাহিনীরা আগুন ধরিয়ে দিয়েছে কাল হয় তো আমাদের গ্রামে ঢুকতে পারে ওরা আমাদের গ্রামে আমরা কয়েক ঘর মাল সম্প্রদায় আছে তার মধ্যে আমি একজন আমি রতন মাঝি নৌকায় যাত্রী পারপার করে কোন রকম দিন টা চলে যায় আর কি মদন পুর গ্রামে মুক্তি বাহিনী টেনিং নিচ্ছে আমিও বেশ কয়েক দিন টেনিং এর পর মুক্তি বাহিনীতে যোগদান করলাম দিনু মাঝি এসে খবর দিল কাল পাক বাহিনীরা আমাদের গ্রামে আক্রমন করতে পারে।তাই সেদিন রাত জেগে পরিকল্পনা করমাল কিভাবে ওদের প্রতিরোধ করব পর দিন ওরা আসতেই আমরা গেরিলা আক্রমন শুরু করি আমরা ওদের ওপর ভারী মটারের গোলা বর্ষন করতে থাকি আমাদের যোদ্ধারা ওদের সাথে সামনে থেকে আক্রমন করতে থাকে এক পর্যায়ে আমাদের দুই জন যোদ্ধা গুলি বিদ্ধ হয় গ্রাম বাসী ও মুক্তি বাহিনীর সমন্ময়ে আমরা আমাদের গ্রামকে শত্রু মুক্ত করি তার পর বিভিন্ন গ্রাম থেকে সংবাদ আসতে লাগলো যে তাদের প্রতিরোধের মুখে পাক বাহিনী পিছু হটেছে এই ভাবে এক পর্যায়ে আমাদের কাংখিত বিজয় আর্জন হল লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত হল আমাদের স্বাধীন স্বদেশ বিজয়ের লাল সবুজের পতাকা উড়তে লাগলো দিকে দিকে রাজ পথে সেদিন আমরা লাল সবুজের পতাকা নিয়ে বিজয় মিছিল করলাম এক অন্য রকম শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে চারিদিকে জয় বাংলা জয় বাংলা সবার মুখে একটিই কথা এটাই ছিল এক বিজয়ের গল্প গাঁথা
ছেড়া খাতা .................শুভ জিত দত্ত আজো মাঝে মাঝে উল্টে দেখতে ইচ্ছে হয় ছেড়ার খাতার গল্প গুলো কি জানি কি লেখা আছে ওই ছেড়া খাতার পৃষ্ঠা গুলোতে সেই বয়সে লিখেছি কত নব যৌবনের গল্প গুলো তাই মাঝে মাঝে মনে হয় কত কিছু না হারিয়ে ফেলেছি এই জীবন একটা ছেড়া খাতার মতন তার রুপ ও যৌবন সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে খাতা টা ছেড়া ও পুরোনো কিন্তু লেখা গুলো আমার কাছে আজো নতুনের মথ
রং শুভ জিত দত্ত
নীলাভ রংধনুর রং এ নীল হয়ে আছে গোটা আকাশ টা নানা রং এ ছেয়ে গেছে আকাশের প্রান্তর নীল সাদা আরো কত রং এর খেলা চারিদিকে এক এক করে যেন রং এর বৃষ্টি নেমে আসে এ যেন মেঘের আড়ালে এক অনাবিল রং এর খেলা ক্ষনে ক্ষনে রং এর পরিবর্তন গোটা আকাশ জুড়ে রং এ রঙিন হয়ে ওঠে প্রকৃতির নীলাভ বনভূমি রং এর পরশ পেতে চারিদিকে এক আজানা ব্যাস্ততা
বিদায় ............শুভ জিত দত্ত আজও ছেলে হারা মায়ের কান্না থামে নি সেদিনের সেই বিদায় আজ শেষ বিদায় হয়ে রইলো ওরা যে আর ফিরবে না তবু মায়ের মন যে মানে না আবার যদি খোকাকে ফিরে পেতাম শুধু একটি বারের জন্য সেই তো কবে চলে গেছে যুদ্ধে আজো খোকা ফিরে এলো না তবু আশায় আশায় বসে থাকি পথ চেয়ে খোকা আসবে,খোকা ঘরে ফিরে আসবে আমাকে আবার আগের মথ জড়িয়ে ধরে বলবে মা গো আমি এসেছি আমি আবার তোমার কোলে ফিরে এসেছি
অপূর্ণতা শুভ জিত দত্ত লাশের গন্ধে হীম হয়ে আছে গোটা শরীল টা তার দগে দগে গন্ধে কোন মতেই কাছে ভেরা যায় না কয়েক দিনেই পচন ধরতে শুরু করেছে তার শরীলে এই কি সেই সৌমেন যে ছি দুরন্ত আর ছটফটে আজ সেই সৌমেন কেন এত নিশ্চুপ যার সাথে আড্ডা না দিলে গোটা বিকাল টা যেন একঘেয়েমী লাগত আজ কেন সেই সৌমেন এর পাশে আমরাই কান্নারত আজ যে সে নেই কোন ভাবেই যেন মেনে নিতে পারি না
Friday, December 11, 2015
শব্দের কারিগর .,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,. শুভ জিত দত্ত
শব্দের মাঝে বসবাস তোমায় তারই মাঝে কর বিচরন শব্দের সাথে কর খেলা দিন রাত সাড়াক্ষণ শব্দ ভেঙে শব্দ গড় এই কি তোমার কাজ সময়ের সাথে সাথে শব্দের পরিবর্তন তুমি কর সারাক্ষন শব্দের মাঝে হারিয়ে যেতে তোমার নেই যে জুড়ি তোমার হাতে সৃষ্টি কত শব্দ এই দুনিয়াতে তুমিই মহান তুমিই শ্রেষ্ট তুমিই শব্দের কারিগর শব্দ দিয়ে পাহাড় পর্বত গড়তে তুমি পার