অচেনা তুমি
- শুভ জিত দত্ত
সামনে থেকে হয়নি দেখা, দূর থেকে পরিচয়
কত চেনা যেন ক্যানভাসে আঁকা ছবি
জল রঙের তুলির আঁচড়ে অদ্ভুত জীবন্ত তুমি
সেই চোখের চাহনিতে ,আজ বাঁধা পরি
অদ্ভুত কি মায়ার জাল বিছিয়ে আছো, পারিনা
সরে থাকতে জানিনা কি আছে জাদু
অদ্ভুত মায়ার বন্ধন ছিন্ন করি কি আছে সাধ্যি
আমার, হারিয়ে ফেলি নিজেকে আমি।
জানি না কোন অচেনা শহরে কোথায় থাকো
হয়তো সেখানেও নিত্য যাওয়া আসা
সেই শহরে কোন একদিন ঘাঁটি গারবো আমি
সামনে থেকে দেখার সুযোগ যদি মেলে
কবে কোন বসন্তে আমার হয়ে ধরা দেবে তুমি
সে অপেক্ষা আমাকে তাড়া করে বেড়ায়
আমার ঘুম আজ যেন তোমার কল্পনা নিয়ে ব্যস্ত
চোখের পাতার আমি কি দোষ দেবো আজ
মায়া জলে জড়ালে তুমি,আমি দিকভ্রান্ত হয়ে যায়
চেনা পথ আজ অচেনা লাগে ঝাপসা চোখে
হঠাৎ করে ভীমরতি আমি আজ নিজের মধ্যে নেই
এই অচেনা মানুষটির হঠাৎ আগমনের মাঝে।।