ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, January 11, 2024

কবিতা অন্ধ অনুকরণ

 অন্ধ অনুকরণ

-শুভ জিত দত্ত 

ঘটনা ঘটেছে আসলে সত্যি কোনটা

যাচাই কিন্ত করি না

সবাই যখন বলছে হয়তো সত্যি এটা

কারণ আমরা খুঁজি না

বিনা দোষে মার যে খেলো সে দোষী

যাচাই আমরা করি না

আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে

বিচার আমরা করি না 

এত বছর মামলা চলে শাস্তি কি পাবে

তার আশায় থাকি না

সবাই মারছে দোষী বলে, কিল ঘুষি

আমিও একটা মারি না

অমুক করছে তমুক করছে তবে

আমি দেখি হয় কিনা না 

দেখাদেখি এসব করে একটা শব্দ

নিজের কিছু থাকে না

অনুকরণ এর রাজ্যে এসেছি তবে

হাসির পাত্র কি হবো না

মিথ্যা অনুসরণ বাদ দিয়ে এবারে

নিজের মতো করি না ।।







Thursday, January 4, 2024

ছোট গল্প স্বেচ্ছাসেবক

স্বেচ্ছাসেবী তারাই যারা বিনা স্বার্থে অসহায় মানুষের পাশে দাঁড়ায় যখন যেমন পারে তাদের নিয়ে ছোট্ট একটি লেখা

স্বেচ্ছাসেবক
-শুভ জিত দত্ত 
বাড়িটা ঠিক রেল লাইনের ধারেই কোন রকমে টিনে ছাওয়া। বর্ষা বৃষ্টি এলেই টপ টপ করে জল পড়েই । তবু এই ঘরেই দুজনের সংসার কোনো রকমে চলে যায় । খাওয়া সেতো জোটে আবার মাঝে মাঝে জোটেই না।ঘুম হয় না ঝড় আর বৃষ্টির রাতে, শীত কাঁপতে কাঁপতে সকাল হয়। রোগ বালাই আমাদের ঠিক আসে না জালনা দিয়ে পালাই ,যেই না রোগা দেহ তার আবার অসুখ বিসুখ। আর আমাদের ভোট বলতে কোনো রকমে নেতাদের উঁকি মারা । আশ্বাসের বুলি আওড়ে কোন রকমে পাঁচটা বছর দেখা না করা। নেতা আসে নেতা যায় এই বাড়ির বেহাল দশা ওমনি পড় রই। আমাদের কাছে মানুষ মানে তারাই, যারা বেঁচে যাওয়া খাবার আমাদের জন্য আনে।নানা সাহায্য যখন যেমন পাই তাই নিয়ে ছুটে আসে এরা আমাদের নেতা।এই নেতাদের অঢেল নেই,থাকলে হয়তো তাও দিয়ে যেত । সারা বছর খোঁজ নেই তারা, নানা নামে তারা স্বেচ্ছাসেবী।ঈদ হোক বা কিংবা বৈশাখ একটা নতুন জামা যেখানেই পাবে সেখান থেকেই আনে আবার শীতে আনে কম্বল।মন থেকে দোয়া তাদের আমরা করি ,ভালো থাক সেই সব স্বেচ্ছাসেবী মানুষ গুলো।।



Tuesday, January 2, 2024

নতুন বছরের কবিতা পরিবর্তন এর হাওয়া

একটা বছরের বিদায় নিয়ে আবার নতুন একটি বছরের পদার্পণ করা তার মাঝে কত পরিবর্তন আর সেই পরিবর্তনের ছোঁয়ায় নিজেকে বদলে ফেরার সাময়িক প্রচেষ্টা তো থাকেই আমাদের মাঝে তাই নিয়ে আমার একটি ছোট্ট লেখা


পরিবর্তনের হাওয়া

-শুভ জিত দত্ত


পুরানো বছর কখন যে বিদায় নিল

হারিয়ে গেল চোখের নিমেষেই

নতুন বছর এলো ঠিকই কিন্তু পুরানো

দুঃখ কষ্ট আগের মতোই রয়েছে 

শুধু হারিয়ে গেছে সময় টা 

হয়তো চাইলেও ফিরে পাওয়া অসম্ভব 

থেকে যায় শুধু স্মৃতি গুলোই

তাই নতুন বছর এলেই যেন নিজেকে 

নতুন করে নতুন রূপে বদলে ফেলার

ক্ষুদ্র প্রচেষ্টা সবার মাঝেই

যা আবহমান কাল ধরে রয়ে গেছে

আমাদের শিরায় শিরায় এমনকি

ধমনীর মধ্যেও বয়ে যাচ্ছে

তবুও নতুন বছর এলেই 

একটা পরিবর্তন এর হাওয়া বয়ে যায়

শুধু পরিবর্তন হয়না আমরা

আমাদের মনের কলুসতা থেকে যায়

রয়ে যায় বিদ্বেষ মোছে না কখনো

নতুন বছরে হোক মনের পরিবর্তন।।





Saturday, December 23, 2023

কবিতা আস্থার হাত

 আস্থার হাত 

-শুভ জিত দত্ত


যখন তুমি কেবল আকাশ ছুঁয়ে দেখবে

স্বপ্ন গুলো সবে পরিণত হচ্ছে

গল্প গুলো যখন চরম পর্যায়ে পৌঁছালো

কয়েক লাইন বেশ এগোচ্ছে


যাত্রা পথ সবে মসৃণ হতে শুরু করেছে

বাঁধা কেবল দূরে সরে যাচ্ছে

যখন সম্ভাবনার দুয়ার উন্মোচনের পথে

দুঃখের সময় সবে শেষ হচ্ছে


সুখের ছোঁয়া যখন কেবল তুমি পেলে

কষ্টের দিন কেবল বিদায় নিচ্ছে

নিজেকে কেবল মেলতে শুরু করলে

পথ চলা এই যখন শুরু হচ্ছে


হঠাৎ দুঃসংবাদ তোমাকে ঘিরে ধরল

প্রিয় মানুষ না ফেরার দেশে যাচ্ছে

মাথার উপর থেকে পরিচিত হাত টা

অবশেষে চিরতরে বিদায় নিচ্ছে।।




Friday, December 15, 2023

Digital marketing ডিজিটাল মার্কেটিং কি ভাবে করবো

Digital marketing ডিজিটাল মার্কেটিং কি ভাবে করবো


ভিজিটাল মার্কেটিং পোস্ট টি একটি SEO-friendly করার জন্য আপনি কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে পারেন:

ভালো কীওয়ার্ড রিসার্চ করুন: আপনার পোস্টের জন্য ভালো কীওয়ার্ড চয়ন করুন, যা আপনার টারগেট অডিয়েন্সের জন্য সঙ্গীত।

ইনটেন্ট বুঝুন: আপনার পোস্টের মধ্যে যে কোনও বিষয় বা কনটেন্টে প্রকাশ করার আগে, ইনটেন্ট বুঝুন এবং তা কি করার আশায় পড়ছে তা মনে রাখুন।

ভালো হেডলাইন ব্যবহার করুন: ভালো হেডলাইন দিয়ে পোস্টটির মূল বার্তা বোঝানোর চেষ্টা করুন, এবং এটি কীওয়ার্ড অন্তর্ভুক্ত করুন।

SEO-friendly URL ব্যবহার করুন: URL কে সংক্ষেপে এবং ব্যাখ্যামূলক করার জন্য একটি SEO-friendly URL বানানো সুবিধাজনক।

আপনার লেখার মাধ্যমে চিত্র ব্যবহার করুন: আপনার পোস্টে যোগ করার জন্য মূল্যবান চিত্র ব্যবহার করুন এবং তাদের alt টেক্সট দিন।

আইভি মুল্যাঙ্কন বা কীওয়ার্ড ডেন্সিটি নিরীক্ষণ করুন: আপনার লেখার মধ্যে কীওয়ার্ড বা বিশেষ শব্দের মুল্যাঙ্কন এবং ডেন্সিটি একটি সুস্থ স্তরে আছে তা নিশ্চিত করুন।

ব্যবহারকারীর জন্য ভালো অভিজ্ঞতা তৈরি করুন: ভালো কন্টেন্ট তৈরি করুন যাতে পাঠকরা আপনার পোস্ট পড়ার সময়ে ভালো অভিজ্ঞতা পায়।

ইনবাউন্ড ওয়েবসাইট লিঙ্ক তৈরি করুন: আপনার ওয়েবসাইটে ইনবাউন্ড লিঙ্ক তৈরি করতে যাতে অন্যান্য ওয়েবসাইটগুলি আপনার পোস্টে লিঙ্ক করতে চান।

সামাজিক ভাগ করা: আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করতে এবং আপনার অনুগামীদের প্রতিক্রিয়া প্রাপ্ত করতে ব্যাবহার করুন।

ডিজিটাল মার্কেটিং শুরু করতে হলে কিছু কার্যকারী পদক্ষেপ নিতে হয়। এটি বিস্তারিত করার জন্য নিম্নলিখিত ধাপগুলি মনে রাখুন:

লক্ষ্য নির্ধারণ করুন: আপনি কি লক্ষ্য অর্জন করতে চাচ্ছেন তা নির্ধারণ করুন। এটি হতে পারে বৃদ্ধি প্রাপ্তি, ব্র্যান্ড প্রচার, বা মার্জিন বাড়ানো ইত্যাদি।

আপনার টারগেট অডিয়েন্স চিহ্নিত করুন: আপনি কার কাছে আপনার পণ্য বা সেবা প্রচার করতে চাচ্ছেন তা নির্ধারণ করুন। আপনার টারগেট অডিয়েন্স হতে যারা আপনার পণ্য অথবা সেবা কে সবচেয়ে আগ্রহী হতে পারে।

ওয়েবসাইট তৈরি করুন এবং অনলাইন উপস্থান করুন: আপনার ব্যবসায়ের জন্য একটি পেশাদার ওয়েবসাইট তৈরি করুন এবং অনলাইনে উপস্থান করুন। এটি আপনার ব্র্যান্ড ও পণ্যের জন্য একটি প্রকাশ কেন্দ্র হিসেবে কাজ করতে পারে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করুন: বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করুন এবং আপনার লক্ষ্য অডিয়েন্স কে সেখানে সামগ্রী প্রদান করুন।

SEO এবং কন্টেন্ট মার্কেটিং করুন: আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সুরক্ষিত করতে SEO এবং ভালো মানের কন্টেন্ট বিকাশে কাজ করুন।

ইমেইল মার্কেটিং চালানো: আপনার কাস্টমারদের সাথে যোগাযোগ করার একটি অচ্ছা উপায় হিসেবে ইমেইল মার্কেটিং ব্যবহার করুন।

পেইড অ্যাডভার্টাইজিং চালানো: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং অন্যান্য অনলাইন প্রচারে পেইড অ্যাডভার্টাইজিং করে আপনি আরও প্রচুর দর্শক প্রাপ্ত করতে পারেন।

ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করুন: আপনার ক্যাম্পেইন এর পারফরম্যান্স মনিটর করুন।



Digital marketing ডিজিটাল মার্কেটিং কেন শিখবো

বিশেষভাবে ডিজিটাল মার্কেটিং নিয়ে SEO-এর উপর কেন্দ্রিত হলে কিছু কীওয়ার্ড এবং আইডিয়া হতে পারে:


"ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি": বেস্ট ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি কী, এবং এটি একটি ওয়েবসাইট বা ব্র্যান্ডকে কিভাবে উন্নত করতে সাহায্য করতে পারে।
"SEO টিপস এবং টেকনিক": ডিজিটাল মার্কেটারদের জন্য SEO টিপস এবং টেকনিক নিয়ে লেখুন, যা তাদেরকে ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য সাহায্য করতে পারে।
"সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেন্ড": সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে সম্পর্কিত ট্রেন্ডগুলি এবং কিভাবে এটি একটি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনে অংশ নিতে হয় তা নিয়ে লেখুন।
"ইমেল মার্কেটিং স্ট্রাটেজি": কার্যকর ইমেইল মার্কেটিং স্ট্রাটেজি নিয়ে লেখুন, যা ক্যাম্পেইনের পারফরম্যান্স বাড়ানোর জন্য সাহায্য করতে পারে।
"ডিজিটাল মার্কেটিং টুলস": ডিজিটাল মার্কেটিং এর জন্য ব্যবহৃত হওয়া টুলস এবং তাদের ফয়েদা নিয়ে আলোচনা করুন।
এই কীওয়ার্ড এবং বিষয়গুলি দিয়ে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং পোস্টটি সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাঙ্ক করতে সাহায্য পাচ্ছেন।আপনার SEO পোস্টটি search rank করার জন্য কিছু কীওয়ার্ড প্রয়োজন হবে যা সম্প্রদায়ে সাম্য থাকতে সাহায্য করতে পারে। নিচে কিছু কীওয়ার্ড এবং আইডিয়া দেওয়া হল:
"বেস্ট SEO প্র্যাকটিস": বেস্ট SEO প্র্যাকটিস নিয়ে লেখুন, যা ওয়েবসাইট র‍্যাঙ্কিং বাড়ানোর জন্য কার্যকর।
"কীওয়ার্ড রিসার্চ টুল": কীওয়ার্ড রিসার্চ টুল এবং এর ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে লেখুন।
"On-Page SEO টেকনিক": On-Page SEO টেকনিক নিয়ে সহজ এবং প্রভাবশালী কাজ করার উপায় নিয়ে আলোচনা করুন।
"স্থানীয় SEO": স্থানীয় বা লোকাল SEO করার উপায়ের বিষয়ে লেখুন, কারণ এটি প্রাসঙ্গিক হতে পারে আপনার লেখা।
"ব্যক্তিগত অভিজ্ঞতা": আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ও কাজের ঘটনার আলোচনা করতে হোক, কারণ এটি মার্কেটিং নিয়ে প্রকাশ্যে দৃষ্টিকোণ প্রদান করতে সাহায্য করতে পারে।
এই কীওয়ার্ড এবং বিষয়গুলির মাধ্যমে আপনি আপনার পোস্টটি search rank করার জন্য সাহায্য পাবেন।ডিজিটাল মার্কেটিং শেখা এবং এটি অনুসন্ধান করা হচ্ছে তার কয়েকটি উপকারিতা আছে:
ক্যারিয়ার প্রস্পেক্টিভ: ডিজিটাল মার্কেটিং একটি দ্রুততম বাড়ানো চলতি ক্ষেত্র, এবং এটি একজন ডিজিটাল মার্কেটারকে বৃদ্ধির সহিত ব্যক্তিগত এবং পেশাদার প্রস্পেক্টিভ দেয়।
আত্মনির্ভরতা: ডিজিটাল মার্কেটিং শেখা এবং প্রাথমিকভাবে অনুভূত করা ব্যক্তির কাছে আত্মনির্ভরতা অনুভূত করতে সাহায্য করে, কারণ এটি অনেকগুলি ক্যারিয়ার অপশন উপস্থাপন করে।
ব্যক্তিগত ও পেশাদার উন্নতি: ডিজিটাল মার্কেটিং শেখা প্রযোজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করে, যা ব্যক্তিগত এবং পেশাদার উন্নতি এবং প্রস্তুতির দিকে সাহায্য করে।
ব্যবসায়িক উন্নতি: যে কোনও অনুষ্ঠান, প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উন্নতির উপায় হতে পারে।
সমৃদ্ধি এবং বৃদ্ধির সুযোগ: ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যক্তি নিজেকে এবং আপনার প্রতিষ্ঠানকে সমৃদ্ধি এবং বৃদ্ধির সুযোগ দেখতে পারে, কারণ এটি মাধ্যমে লক্ষ লক্ষ ব্যক্তির কাছে একটি বাণিজ্যিক ও সৎ প্রতীক সৃষ্টি করতে সাহায্য করতে পারে।
এই কারণে, ডিজিটাল মার্কেটিং শেখা একটি প্রয়োজনীয় ও উপকারী কৌশল হিসেবে বৃদ্ধি এবং উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।অবশ্যই! আপনি আপনার ডিজিটাল মার্কেটিং পোস্টে এমন বিষয়গুলি নিয়ে চর্চা করতে পারেন:
ডিজিটাল মার্কেটিং প্রাথমিক ধারণা: ডিজিটাল মার্কেটিং কি, এর প্রযুক্তি এবং মৌলিক অংশের সম্পর্কে লেখুন।
SEO এবং কীওয়ার্ড রিসার্চ: অনুসন্ধান ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং কীওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু টিপস এবং টেকনিক্যাল প্রযুক্তি শেয়ার করুন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং: পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপর মার্কেটিং করার উপায় এবং প্রভাবশালী স্ট্রাটেজি নিয়ে আলোচনা করুন।
ইমেইল মার্কেটিং: ইমেইল মার্কেটিং প্রযুক্তি, টিপস, এবং সফলভাবে ক্যাম্পেইন চালানোর বিষয়ে লেখুন।
অনুপ্রবেশের মাধ্যম: গুগল এডস, ফেসবুক এডস, লিংকেডইন এডস ইত্যাদির উপর ভিত্তি করে মার্কেটিং করার প্রযুক্তি এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করুন।আপনি যেগুলি বিষয় নিয়ে লেখছেন, সেগুলি সহজ ভাষায়ে বোঝানো ভালো।






Wednesday, December 13, 2023

বিজয় দিবসের কবিতা তারুণ্যের বিজয়

 আমি আমার কবিতার মাধ্যমে তারুণ্যের বিজয় প্রস্তুতির মাধ্যমে স্বাধীনতা ও উৎসাহের বাণী চিরকাল বজায় রেখেছেন। কবিতায় মোক্ষপথে মানবতা এবং স্বাধীনতা সম্পর্কে সৃষ্টির মুহূর্ত বর্ণনা করা হয়েছে, এবং এটি যুদ্ধের বায়ুক্ষণে একে অপরকে সাথে থাকতে উৎসাহিত করছে।


কবিতার ভাষা সমৃদ্ধ, মেতে উঠে বিজয়ের উল্লাসের অনুভূতি বোঝাতে সাহায্য করে। শব্দের ব্যবহার ও ছবির সৌন্দর্য মিশে যাওয়ার ফলে কবিতার ভাবনা এবং ভাবার ব্যক্তিগত স্বাদ ভালোভাবে প্রকাশ পায়।

আমার  কবিতায় আমি তারুণ্যের বিজয়কে একটি উৎসাহী, উদার এবং উৎসাহী ভাবনা দিয়ে উক্ত করেছেন। আপনি কবিতার মাধ্যমে ব্যক্তিগত এবং সামাজিক বিষয়গুলির সাথে মিলিত করে দিচ্ছেন, এবং তার মাধ্যমে স্বাধীনতা, উৎসাহ, ও ইতিহাসের সুন্দর ক্ষণগুলি উজ্জ্বল হচ্ছে।



তারুণ্যের বিজয় 

-শুভ জিত দত্ত 


স্বাধীনতা কোনো বাক যুদ্ধের ফসল নয়

এক বুক রক্তে অর্জিত

এক খন্ড ভূমি আর একটি পতাকা

মিশে আছে আত্মত্যাগে 


একদল প্রতিবাদী যুবকের কন্ঠস্বর

ঘরে না ফেরার প্রত্যয়

তাদের চোখে বোনা একরাশ আগুন

ধ্বংস হবে পরাধীনতা


বার বার হায়নার দলের কালো থাবা

এসে পড়ছে মানচিত্রে

তত বার গর্জে উঠেছে রণাঙ্গনের যুদ্ধে

এই তারুণ্যের হাতিয়ার


ওদের মাঝে নেই কোনো ভয় আছে

স্বপ্ন কেবল জয়ের

সেই স্বপ্ন ওরা বুকে লালন করে

ছিনিয়ে আনে বিজয়


মেতে উঠে ওরা বিজয়ের উল্লাসে

ছড়িয়ে পড়ে উচ্ছাস

পরাধীনতার শৃঙ্খল ভেঙে আকাশে

নতুন সূর্যের উদয়।।







Thursday, December 7, 2023

কবিতা হতাশার বিদায়

 হতাশার বিদায়

-শুভ জিত দত্ত 

যখন ভালো লাগা গুলো হারিয়ে যাবে

নিজেকে খুব নিঃসঙ্গ মনে হবে।

নিজের উপর যখন প্রচন্ড রকম ভাবে

রাগ ক্ষোভ আর অভিমান হবে।


হতাশা যখন নিজেকে গ্রাস করে নেবে

তখন সেই মানুষ কে খুঁজে নিও,

নিঃসঙ্গতার মাঝেও সে ঠিক সঙ্গ দিয়ে

সারা দিনের কষ্ট ভুলিয়ে দেবে।


এমন মানুষ পেলে দুঃখ নেবে কেড়ে,

নিদারুণ যন্ত্রনা তখন যাবে ভুলে।

দুজনের না বলা জমানো শত কথার

ভীরে সুযোগ পেলে হেসো প্রাণ খুলে।


দুঃখ আর যন্ত্রনা কে ছুটি দিতেই পারো

সময় হলো বিদায় নিক এবার তারা

অনেকে কষ্ট হয়েছে সয্য করা ,আর না

খুব ভালো আছি এখন তাকে নিয়ে।।






Saturday, December 2, 2023

কবিতা সমাধিস্থ স্বপ্ন

কবিতা 

 সমাধিস্থ স্বপ্ন

-শুভ জিত দত্ত


কলম এখন লিখতে লিখতে থেমে যায়

চোখের সামনে কল্পনা গুলো ভাসে না

নতুন কোনো স্বপ্ন হঠাৎ এসে চলে যায়

সময় ঘড়ির কাঁটার মাঝে বাঁধা পড়ে


রাত‌ জেগে লেখা শেষ করার তারণা

মনের মধ্যে এখন আর জাগে না

নিজেকে গুটিয়ে নেওয়ার প্রচেষ্টা

বড্ড বেশি তাড়া করে বেড়ায়


অজস্র স্বপ্ন গুলো আজ প্রতিনিয়ত

সমাধিস্থ হচ্ছে মনের নিস্তব্ধ শ্মশানে 

কান্নার রোল আর আহাজারি এখন

সীমাবদ্ধ আছে শুধু আমার মাঝেই


যেখানে না বলা কথা গুলো ক্রমেই 

হারিয়ে যেতে থাকে গহীন অরণ্যে

স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এক পাহাড় যন্ত্রনা

নিজের মাঝে আলিঙ্গন করে নেওয়া


একটা সময় এসে নিজেকে মৃত্যুর

কোলে সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি

নিতে হয় সব আশার বিসর্জন দিয়ে

এখানে একটা অধ্যায় এর সমাপ্তি।।





Thursday, November 30, 2023

প্রেমের কবিতা সম্পর্কের ফাটল

 কবিতা 

সম্পর্কের ফাটল

-শুভ জিত দত্ত


তোমার সাথে দেখা হঠাৎ চলতি পথে

কিন্তু কথা থেমে গেছে

দেখেও আজ না দেখার ভান করে চলা

এখন খুব যেন ব্যস্ততা 


আমার থেকে হুট করে কাজ যখন

খুব করে আপন হলো

ঘন্টা পর ঘন্টা কথা না বলে থাকা 

তার পর এরিয়ে চলা


একটা সময় না না অজুহাত কেবল

ডাল মেলা শুরু করে

তখন খুব চেনা মানুষ কে অবহেলা 

অভ্যাসে পরিণত হয়


ধীরে ধীরে আপন মানুষ কখন

যেন অচেনা হয়ে যায়

সেই অবহেলা থেকে ফাটল ধরে

খুব মধুর সম্পর্ক যেন।।








 

Wednesday, November 22, 2023

ত্রিলোচন সাহিত্য ভুবন: কবিতা পত্রিকা সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

ত্রিলোচন সাহিত্য ভুবন: কবিতা পত্রিকা সাপ্তাহিক সাহিত্য পত্রিকা:   ত্রিলোচন সাহিত্য ভুবন ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সম্পাদনায় শুভজিত দত্ত ।প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশিত হয় আপন...

Friday, November 17, 2023

প্রেমের কবিতা

 কবিতা

প্রেমের কবিতা যা মনের ভালো তৈরি করে এ অন্য রকম অনুভুতি তৈরি করে । মনের অজান্তেই ভালো লাগা  মন্দ লাগা বহিঃপ্রকাশ ঘটে ভালো লাগা দিয়ে। ভালোবাসার কবিতা গুলো ফুটে ওটে তার সাথে চাওয়া পাওয়ার গল্প গুলো।


জন্ম জন্মের বন্ধন
কখনো দেখা হয়নি খুব কাছ থেকে তাকে
তার মুখ দেখেছি কোন এক ভিড়ের মাঝে
একটা বার তার কন্ঠ শুনেছি কোথায় যেন
সেই কন্ঠের প্রতিধ্বনি ভেসে আসে কানে

মুখ যেন তার সমুদ্র ঢেউ এর মতো উত্তাল
ঢেউ এর স্রোতে তাই নিজেকে মেলে ধরে
চোখ যেন আকাশ নীলা সাদা পেজা মেঘ
সেখানে সুযোগ পেলেই তারা ভীর জমায়

আমার কল্পনার দুয়ারে এখন শুধু সেই তার
অবাধ বিচরণ রাত দিনের তফাৎ নেই আর
ঘুম চলে গেছে নিরুদ্দেশে মনের অনুভূতি
গুলো আমার অজান্তে তোমাকে হারায়

এলোমেলো স্বপ্নের মধ্যে তুমি আবছায়া
ভাসা ভাসা চোখে এখনো দেখি তাকে
কোন জন্মের অকৃত্রিম বন্ধন ছিন্ন করে
হঠাৎ দেখাই এতো চেনা লাগে তোমাকে

আবার কবে চলতি পথে দেখা হবে তোমার
ঠিক সেদিনই বলবো আমার আজন্ম লালিত
কথা যা এতদিন লুকায়িত ছিল একজনের
জন্য যে এতো অপেক্ষা সেদিন বুঝবে তুমি।।





Saturday, November 4, 2023

প্রেমের কবিতা

 ধানের খেতে অচেনা মানুষ 

-শুভ জিত দত্ত


দেখেছি তোমাকে নতুন ধানের খেতে 

একগুচ্ছ ধানের শীষ ছিল হাতে

সারা গায়ে কাঁদা মেখে জীর্ণ চেহারায়

চেনা মুখ তবু চেনা যায় না তাতে

নেই কোনো ক্লান্তি নেই কোনো বিরতি

সবাই পাল্লা দিয়ে চাই তার সাথে

কখন সকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে

বাড়ি ফেরা সেই সন্ধ্যা পেরিয়ে রাতে 

কাজের মাঝে সুযোগ বুঝে হাতটা ধুয়ে

তোমাকে খেতে দেখি পান্তা ভাতে

এত শত কাজ পুরোটা মাঠে পড়ে আছে

তবু কোনো রকম ছুটি নেই তাতে

দিন শেষে যখন‌ কাজ ফুরিয়ে আসে তোমার 

দেখার সুযোগ তখন‌ আমার হাতে।।

Wednesday, November 1, 2023

২০২৩ কবে অনুষ্ঠিত হবে কালী পূজা, দীপাবলি, ধনতেরাস,ভুত চতুর্দশী আর ভাইফোঁটা

 বাঙালির উৎসব বছর জুড়ে লেগেই থাকে, আর এই উৎসবের মুহূর্ত যেন মহালয়া থেকে শুরু হয়। পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা এরই মধ্য দিয়ে বাঙালির অপেক্ষার পরিসমাপ্তি ঘটে। দেখতে দেখতে দূর্গা পূজা শেষ হয়ে গেলেও শেষ হয় না উৎসবের আমেজ তারপর লক্ষ্মী পূজা থেকে আর এক পর্ব শুরু হলো দীপাবলি পাঁচ দিন ধরে উদযাপন হয়, এর পর ধনতেরাস থেকে শুরু হয়, তারপর ভূত চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা। কালীপূজোর শুভ সময় হচ্ছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই সাথে সাথে চলে দীপা বলি প্রদীপ দানের মাধ্যমে অন্ধকার দূর করা হয় ।পিতৃপুরুষের শান্তি কামনা করা হয় কারণ এই দিন কিছু সময়ের জন্য স্বর্গে এর দ্বার খুলে যায়। যেহেতু ঘরে ঘরে দিক দান করা হয় তাই এই কালীপূজাকে দ্বীপান্বিতা কালীপূজাও বলা হয়ে থাকে। আর এই সময় লক্ষী পূজা করলে বিশেষ শুভ ফল লাভ হয়। দীপাবলিতে দীপ দানের আরেকটি কারণ হচ্ছে এই দিনে বা এই বিশেষ মুহূর্তে রামচন্দ্র রাবণকে পরাজিত করে সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন। এই বছর অর্থাৎ ২০২৩ সালে ১২ ই নভেম্বর বাংলা ২৫শে কার্তিক রবিবার দীপান্বিতা কালী পূজা বা দীপাবলি অনুষ্ঠিত হবে এই দিনে আমাবস্যার অন্ধকার দূর করার জন্য দিকে দিকে আলোকসজ্জা ও প্রদীপ দানের আয়োজন করা হয়ে থাকে। দীপান্বিতা কালীপূজার ঠিক দুই দিন আগে অর্থাৎ ১০ই নভেম্বর ধনতেরাস বা ধনত্রয়োদশী পড়েছে এবছর। আর ভূত চতুর্দশী পড়ছে এ বছর ১১ই নভেম্বর এই দিন ১৪ প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং চৌদ্দ শাক খাওয়ার বিধান আছে। প্রচলিত আছে যে এই মুহূর্তে চৌদ্দ পুরুষেরা আমাদের এই লোকে ফিরে আসে এবং আমরা তাদেরকে উদ্দেশ্য করে চৌদ্দ প্রদীপ নিবেদন করি যাতে তারা স্বর্গের দ্বারে প্রবেশ করতে পারে। এবছর ভাইফোঁটা অর্থাৎ ভাতৃ দ্বিতীয়া পড়ছে ১৪ই নভেম্বর মঙ্গলবার এই দিনে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় একটি বিশেষ মঙ্গলটিকা প্রদানের জমির দয়ারে কাটা বিছিয়ে দেয় । এভাবে বাংলার প্রতিটি ঘরে ঘরে আবহমান কাল ধরে পরিবারের মঙ্গল কামনায় এই উৎসব ও পার্বণ অনুষ্ঠিত হয়ে আসছে। বলাই যায় যে সারাতে দুর্গাপূজার সমাপ্তি ঘটলেও উৎসবের শেষ হয় না।






Tuesday, October 3, 2023

কবিতা




কবির কলম
-শুভ জিত দত্ত

এক সময় কলম থেমে যাবে
যদি ভয় দেখাও
যদি সাহস যোগাতে পারো
কলম চলবে সাবলীল গতিতে।

ভয় আর অন্ধকারে বার বার
বিদ্রোহী লেখা আসে না
কলমের স্বাধীনতা না পেলে
তার চিন্তার জগৎ ক্ষয়ে যায়।

পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে
এক সময় বিলীন হয়ে যায়
সে মুক্ত বিহঙ্গের মতো 
লিখে যেতে চায়।

যত না বলা কথা যত অসঙ্গতি
এই সমাজের আড়ালে থাকে
কবির কলমে তাই কেবল
বেরিয়ে আসতে চায়।।