Sunday, March 19, 2023
Thursday, March 16, 2023
প্রাণের বিনিময় -শুভ জিত দত্ত শুন্য হাতে দাঁড়িয়ে আছি তোমার জন্য আমি দেওয়ার মতো নেই যে কিছু তোমার কাছে আমার
প্রাণের বিনিময়
-শুভ জিত দত্ত
শুন্য হাতে দাঁড়িয়ে আছি
তোমার জন্য আমি
দেওয়ার মতো নেই যে কিছু
তোমার কাছে আমার
তোমার রূপের কাছে
অর্থ যেন মূল্যহীন
প্রাণের বিনিময়ে তোমার
মনে আমরা ঠাঁই হবে
জীবন ছাড়া দেওয়ার মতো
নেই কিছু আর বাকি
তোমার জন্য সব দিয়েছি
শুধু জীবন ছাড়া
চাইলে তুমি সেটুকু নিয়ে
আমাকে জায়গা দিও
তোমার মাঝে বাঁচার সুযোগ
পেলেই আমি খুশি।।
অর্থহীন সোশ্যাল মিডিয়া -শুভ জিত দত্ত
অর্থহীন সোশ্যাল মিডিয়া
-শুভ জিত দত্ত
মনের আজ বড় একটা
ক্ষত সৃষ্টি হয়েছে
তুমি হয়তো চোখে দেখতে
পারবে না
তোমাকে না দেখার কষ্ট গুলো
আজ পাহাড় সমান
কথা হয় না অনেক দিন
মনে আছে আমাকে
সেই যে কত কথা হতো
সারাদিনের চ্যাটে
হাই হ্যালো দিয়ে শুরু হতো
দিন পার হয়ে যেত
তবু মনের খোরাক মেটে নি
আবার কবে আসবে
দেখবো তোমাকে অনলাইনে
আসি ফিরে যায়
তোমাকে ছাড়া সোশ্যাল মিডিয়া
সম্পূর্ণ অর্থহীন
বার বার স্ক্রল করতে করতে
হঠাৎ ঘুমিয়ে যাওয়া
Sunday, March 12, 2023
কবিতা
রক্তের দাগ
-শুভ জিত দত্ত
ভুলিনি সেই রাতের কথা
বুলেটের আওয়াজ
দিকে দিকে জলপাই রঙের
গাড়ির আসা যাওয়া
খুঁজে খুঁজে তাজা প্রাণ
কেড়ে নেওয়ার উৎসব
ঘুম কেড়ে নেওয়া রাতে
স্বজন হারার হাহাকার
আতংকে আর ভয়ের মাঝেই
ভোর ঘনিয়ে এলো
এখনো ভেসে আসে সেই
রাতের দুঃসহ স্মৃতি
মুক্তিকামী মানুষ গুলো
লাশ হয়ে ঘরে ফেরে
স্বাধীন করো মুক্ত করো
সেদিনের সেই দাবি
চেয়ে দেখি তাদের রক্তের
দাগ বুকে নিয়ে আজ
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ
জ্বলজ্বল করে ওঠে।।
Wednesday, March 1, 2023
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
সাপ্তাহিক সাহিত্য পত্রিকা
উৎসাহ সৃষ্টির অনুপ্রেরণায় এই স্লোগান সামনে নিয়ে ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়।কোনো লেখা যেন হারিয়ে না যায় প্রকাশের অভাবে।নতুন লেখক দের উৎসাহ প্রদান একমাত্র লক্ষ্য।এই আয়োজনে আপনিও যুক্ত হোন। প্রতি বৃহস্পতিবার ।আপনিও লেখা পাঠাতে পারেন ত্রিলোচন সাহিত্য ভুুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকায়।
লেখা পাঠানোর ঠিকানা : Shuvojitdutta12@gmail.com
Tuesday, February 14, 2023
বসন্তের কবিতা
বসন্ত উৎসব
-শুভ জিত দত্ত
বসন্তের সকালে আবির হাতে
তোমাকে দেখেছি
লাল নীল হলুদ নানা রঙের
ঢালা সাজিয়ে
অপেক্ষা করছিলে হয়তো
আমার জন্য
বের হতেই তাই আমাকে
রাঙিয়ে দিলে
অপ্রস্তুত হয়ে তোমার রঙে
রঙিন হলাম
প্রাণের উৎসবে সারা দিলাম
তোমার সংস্পর্শে
বসন্ত তাই রঙিন হয়েছে
শোভিত চারিদিকে
তুমি দিলে প্রাণের স্পন্দন
বসন্তের উৎসবে।।
মাতৃভাষা
-শুভ জিত দত্ত
আমরা কি তেমন জাতি
ওতো সহজে চাইলে কি
ছিনিয়ে নেওয়া যায়
আমার মায়ের মুখের ভাষা
এ যে সোনার চেয়েও দামী
নিজের জীবন বিলিয়ে দেবো
রাজপথ রাঙিয়ে দেবো
নিজের রক্ত ঢেলে
মাতৃভাষাকে রাখবো অক্ষুন্ন
যতক্ষণ আছে প্রাণ
তবু মাথা নোয়াবো না
মায়ের ভাষায় এতো শান্তি
জুড়িয়ে যায় প্রাণ
ভুলে যায় হাজারো কষ্ট
এই ভাষায় কথা বলে
এ আমার প্রাণের ভাষা
চির চেনা মাতৃভাষা।।
Thursday, January 12, 2023
ছন্নছাড়া ইচ্ছে
-শুভ জিত দত্ত
এলোমেলো ছিল স্বপ্ন
মনের কোণে আঁকা
যত ইচ্ছে গুলো ছন্নছাড়া
একেবারে অগোছালো
কল্পনা ছিল ভাসা ভাসা
একেবারেই অস্পষ্ট
মনের তুলির আঁচড়ে
আঁকা হয়নি কোন ছবি
শুধু দিন গোনার মাঝে
কেটেছে সময় গুলো
কথা গুলো জড় হয়ে
প্রকাশ হতে পারে নি
যেদিন থেকে মনের কথা
মানুষ খুঁজে পেলো
মনের আঁকা ছবি গুলো
ক্রমেই স্পষ্ট হয়ে উঠলো
আমি নামক মানুষটি
এতো দিন ছিলই ছন্নছাড়া
আজ যেন হঠাৎ করে
নতুন দিশা খুঁজে পেলো।।
ভয়কে করো জয়
শুভ জিত দত্ত
হতাশা আশুক মনে যতো
হাসি মুখে করবো বিদায়
বিপদ আসবে তার নিয়মে
মাথা তুলে দাঁড়াবোই
সময়ের মূল্য দিতেই হবে
যদি এগোতে চাও
পৌঁছে যাবে তোমার লক্ষ্যে
ধৈর্য ধরে থাকো
যতই ভেঙ্গে পড়বে তুমি
ততই বিপদ আসবে
চেপে ধরবে নানান বাঁধা
রাখবে তোমার দমিয়ে
লক্ষ্য তোমার ঠিক থাকলে
পৌঁছে যাবে নিশ্চয়
ভুল পথে পা বাড়ালেই
লক্ষ্যভ্রষ্ট হবে।।
তোমাকে দেখেছি
শুভ জিত দত্ত
অবিকল স্বপ্নের মাঝে দেখা
সেই প্রিয় মুখটি
আমার কাছের খুব চেনা
অনিন্দ্য সুন্দর মুখের প্রতিচ্ছবি
তোমাকে দেখেছি সবুজের খেতে
বাতাসে দোলা দিয়ে
উড়িয়ে দিয়ে চুলের গোছা
সঙ্গী তুমি আজ যে তাদের
প্রকৃতির সাথে তোমার আছে
বন্ধুত্বের মধুর সম্পর্ক
কত দিনের বন্ধন কোনো মতে
বোঝার উপায় নেই
কোন এক দিন দেখা হবে
খুব সামনে থেকে
হয়তো কথা হবে আবার
চোখের দেখা মনের প্রাপ্তি
কি আসে যায় কথা বলা
আর না বলার মাঝে
এক পলক দেখার মাঝে
আছে শত কষ্টের পরিসমাপ্তি ।।
সুখ দুঃখের স্মৃতি
-শুভ জিত দত্ত
আমার শহরে ছড়িয়ে ছিটিয়ে
রয়েছে কত আজানা স্মৃতি
ছিল না কোনো দালান কোঠা
শুধু ছিল পথের ধুলো
এপার আর ওপারের মানুষের
মাঝে ছিল খেয়া তরী
মাঝি নেই তবু নতুন ব্রীজ
করেছে জায়গা দখল
সেই দিনের মানুষ গুলো
কখন যে হারিয়ে গেল
তাদের প্রত্যেকটা মর্মবাণী
আজও কানে বাজে
ছিল জমিদারের চুন সুড়কি
এক পুরানো ভবন
ভাঙতে ভাঙতে তাও শেষ
সেখানে শুধুই শুনশান
এমনো সুখ দুঃখের স্মৃতি
এভাবে জড়িয়ে আছে
কালের আবর্তনে আমার গ্রাম
এখন হয়েছে শহর।।
ছোট গল্প
শীতের ছুটি -শুভ জিত দত্ত
বছর জুড়ে অপেক্ষা কখন আসবে শীত ,অপেক্ষা যেন শেষ হওয়ার নয় বরং আরো দীর্ঘ হয়। শহর আর গ্রামের শীত আসে একটু অন্য ভাবেই । গ্রামের শীতের সকালে ফুটে ওঠে চির চেনা প্রকৃতির রূপ। আমার বাবা পেশায় একজন সরকারী চাকুরীজীবী, তিনি সকাল থেকে সন্ধ্যা অফিস নিয়ে পড়ে থাকেন । কয়েক বছর অন্তর আবার ট্রান্সফার তো আছেই সব কিছু নিয়ে নতুন জায়গায় ওঠা সে এক মহা বিড়ম্বনা। বার বার স্কুল পরিবর্তন সেই সাথে নতুন বন্ধু তৈরি হতে বেশ কিছুটা সময় সেখানে চলে যায়।এই শহরে বন্দী জীবন ঘরের মধ্যে কেটে যায় অনেকটা সময় ,সুযোগ থাকে না মাঠে খেলা করার। ঘরের মধ্যে যা থাকে তাই নিয়ে টুকটাক হাত পা নড়াচড়া করা এই আর কি।যখন সুযোগ হয় গ্রামের বাড়ি যাওয়ার তখন যেন নিজেকে খাঁচা ছাড়া পাখির মতো মনে হয় ।দেখতে দেখতে বার্ষিক পরীক্ষাও চলে এলো আর পরীক্ষা শেষ হলেই গ্রামে যাব ভাবতেই যেন মনের ভেতর উথাল পাথাল শুরু হয়ে যায় । কদিন ধরে গোছগাছ চলতেই থাকে এক সময় শেষ হয়ে আসে এই প্রস্তুতির পালা।বাবা কে থেকে যেতেই হয় তিনি আমাদের রেখে আবার চলে আসেন ।আমরা গ্রামে বেশ মজা করি কিন্তু বাবা তিনি শহরে থাকলেও তার মনটা আমাদের এখানেই পড়ে থাকে সময়ে অসময়ে বার বার ফোনে খোঁজ নেন, কটা দিন তার খাওয়ার অসুবিধা তো থাকেই। গ্রামে শীতকালীন সবজি আর পিঠা পুলি, খেজুরের রস, গুড় কোনো কিছুর অভাব নেই, মুক্ত পাখির মত এদিক ওদিক ছুটে বেড়ানো আর খেলাধুলা তাতেই সময় কখন যে চলে যায় সে কি আর টের পাওয়া যায়।শহরে থেকে গ্রামে এলে মা ও এ বাড়ি ও বাড়ি করে এর ওর সাথে কথা বলে সময় কাটায় শহরে সেই সুযোগ থাকে না সেখানে সবাই যে যার মত ব্যস্ত থাকে। শীতের ছুটি খুব বেশি দিনের না তবু কখন যে ফুরিয়ে যায় টের পাওয়া যায় না ।এই তো ছিলাম বেশ আনন্দে গ্রামের বন্ধুদের নিয়ে এবার তাদের বিদায় দেয়ার পালা। সময় হয়েছে আবার ফিরে যাওয়ার ,নতুন ক্লাস নতুন বই । নতুন শিক্ষকের পাঠদান সাথে একঝাঁক নতুন বন্ধুদের পরিচয়ের সুযোগ ঘটে। বিদায় নিতে ইচ্ছে করে না তবু আবার আসবো কোনো এক ছুটিতে এই আশা সঞ্চার করে শহরের ট্রেন ধরা।বাবা অপেক্ষা করছে স্টেশনে কখন পৌঁছাবে আমাদের ট্রেন ,বার বার ফোনে খোঁজ নিচ্ছেন।আমার কপালে ছিল জানলার ধারে ছিট টা চোখে পড়লো দূর দিগন্তের গ্রামের দৃশ্য তখন মনটা আবার সেই গ্রামে কাটানো দিনগুলোর কথা মনে ভেসে আসছে। ফিরে আবার আসবো ,আবার আসবো এই বিদায় চির বিদায় নয় ফিরে আসার প্রতিশ্রুতি।।
Thursday, December 8, 2022
কবিতা
নতুন জীবন
-শুভ জিত দত্ত
তোমার কথায় পেলাম আমি
নতুন পথের দিশা
হারিয়ে ফেলা পথ গুলো
আবার খুঁজে পাওয়া
ভুলে ভরা ছিল সবই
আমার যা ছিল জানা
স্বাধীনতা ভাবে বাঁচতে শেখা
তোমার কাছে জানা
ছন্নছাড়া ছিলাম আমি
হতাশার ডুবেছি
বদলে দিলে এই আমাকে
শুনিয়ে বাঁচার গল্প
এখন আমি জীবনকে আর
তুচ্ছ করে ভাবি না
তুমি ছিলে তুমি থেকো
বাঁচার গল্প হয়ে।।
Sunday, December 4, 2022
কবিতা
মুক্তির আনন্দ
-শুভ জিত দত্ত
বন্ধ খাঁচার শৃঙ্খল ভেঙে
উড়ছে পাখি নীল আকাশে
ডানা মেলে ছুটে চলে
ছড়িয়ে দিয়ে খুশির আবেশ
আনন্দ আর হাসি গানে
কিচিরমিচির গান ধরে
মুখরিত হয়ে নেচে উঠে
তাদের দলের দল পতি
নতুন হুকুম রাজ্য জুড়ে
ভাঙতে হবে বন্ধ তালা
মুক্তি পাবে খাঁচায় বন্দী
কোকিল টিয়া ময়না শ্যামা
বন্দী জীবন চায় না তারা
মুক্ত হয়ে উড়তে যে চাই
খেয়াল খুশি নেচে নেচে
নীল আকাশে ভাসতে যে চাই।।
Saturday, December 3, 2022
কষ্টের অবসান
-শুভ জিত দত্ত
অবিকল স্বপ্নের মাঝে দেখা
সেই প্রিয় মুখটি
আমার কাছের খুব চেনা
অনিন্দ্য সুন্দর মুখের ছবি
তোমাকে দেখেছি সবুজের খেতে
বাতাসে দোলা দিয়ে
উড়িয়ে দিয়ে চুলের গোছা
সঙ্গী তুমি আজ যে তাদের
প্রকৃতির সাথে তোমার আছে
বন্ধুত্বের মধুর সম্পর্ক
কত দিনের বন্ধন কোনো মতে
বোঝার উপায় নেই
কোন এক দিন দেখা হবে
খুব সামনে থেকে
হয়তো কথা হবে আবার
চোখের দেখা মনের প্রাপ্তি
কি আসে যায় কথা বলা
আর না বলার মাঝে
এক পলক দেখার মাঝে
আছে কষ্টের পরিসমাপ্তি ।।