"খোকার নাচনী"
শুভ জিত দত্ত
সকাল সন্ধ্যা খোকা একটু
খেলার ছলে নাচে
গানের সাথে হেলে দুলে
বাহারি কতো ধাচে
বাংলা গানে হিন্দি গানে
আরো কতো তালে
পড়তে বসে নাচলে খোকা
চপাট খাবে গালে
দেখতে খোকা নাদুস নুদুস
কপাল খানি ঠাসা
মুখটা তাহার চাঁদের মতো
বদন খানি খাসা
কথা বলে হেসে খেলে
খানিক একটু নাচে
হঠাৎ সেদিন নাচতে গিয়ে
পাটা কাটলো কাচে