"শেষ স্পর্শ"
শুভ জিত দত্ত
জানো আজো আড়ালে কাঁদি
তোমার দেখবো বলে
সেই দিন ছেড়ে চলে গেলে
ছিলো ফেরানো চেষ্টা
সেদিন রাত জেগে শুধু
শুধু ফেরানোর আকুতি
সবাই বলছিল হাল ছাড়তে
আমি একবারও শুনিনি
একবার সারাদিয়ে কিছু বলতে
তোমার কন্ঠস্বর শুনতাম
কিছু না বলে হঠাৎ চলে গেলে
সব চেষ্টা বৃথা করে
কেন কঠিন ব্যাধি তোমাকে
কেড়ে নিতে হলো
আমাকে কেন চোখে দেখলো না
হাসি মুখে বিদায় নিতাম
শুধু তোমার স্পর্শ পেয়ে
হাসি মুখে যেতাম চলে
না ফেরার দেশে দিতাম পারি
তুমি ভালো থাকতে।।