"জমানো কথা"
শুভ জিত দত্ত
শুধু চাওয়া পাওয়ার মাঝে
কেন বার বার বাঁধা পড়া
শুধু কি চওয়া টাই শেষ কথা
কত কথাই তো থাকে জমানো
কত বার চেয়েছো জানতে
শখ মিটাতে মিটাতে হয়তো
ক্লান্তি এসে গ্রাস করে
কিন্তু জামানো কথা বলতে
কখনো ক্লান্তির আঁচ লাগেনা
চাওয়া পাওয়ার খাতায় সযত্নে
কিছুটা কথাও তুলে রেখো
বলতে বলতে দেখবে আমি
কেমন স্বতেজ হয়ে উঠেছি
তখন আর কোন বিরক্তি না
বার বার আগলে রাখা
কোন না কোন কথার ছলে
দেখো চিনতে পারবে না
বার বার অবাক হবে
আর চেয়ে রইবে এই নতুন
আমির দিকে অপলক দৃষ্টিতে
মুগ্ধ হবে এই আমি কে দেখে
শুনবে তুমি জমানো কথা।