অধরা তুমি
শুভ জিত দত্ত
তোমার জন্য যতোটা পেরেছি
করেছি সাধ্য মতো,
তবু তুমি রয়ে গেলে অধরা
এই কি সেই তুমি,
হাজারো স্বপ্ন গুলো যাকে নিয়ে
দেখতে দেখতে সময়টা কাটতো।
তুমি হয়তো কিছু বলো নি
সব কিছুই তো আমার,
মনের খোরাক ছাড়া কিছুনা।
জানো তুমি যদি হাত
ধরতে তবে পূর্ণতা পেতো,
মনের জমানো কিছু স্বপ্ন।
সব কথাই নিজের ভেতর
কিছুটা অজান্তেই রেখে দিই,
কষ্টটা আমারই থাক।