বৈশাখ এলেই
-শুভজিত দত্ত
বৈশাখের এই ক্ষণে
আকাশ মেঘে ঢাকে
বিশাল এক ঝড়ে
সব শেষ করে
নিঃস করে সব শেষে
ঝড় থামে তবে
বৈশাখের এই দিনে
ঘরে ঘরে উৎসবে
সবাই মেতে থাকে
নানা আয়োজন মাঝে
সবাই যাই মিশে
কত ঋতু মাঝে
বৈশাখ দিয়ে শুরু
সব বাঙালি মাঝে
ভেদাভেদ দুড়ে ঠেলে
মিশে যায় এক হয়ে
বৈশাখ এলেই পান্তা ইলিশ
ঘরে ঘরে শোভা মেলে
অশুভ শক্তি যত
দূরে যাক এই ক্ষণে
-শুভজিত দত্ত
বৈশাখের এই ক্ষণে
আকাশ মেঘে ঢাকে
বিশাল এক ঝড়ে
সব শেষ করে
নিঃস করে সব শেষে
ঝড় থামে তবে
বৈশাখের এই দিনে
ঘরে ঘরে উৎসবে
সবাই মেতে থাকে
নানা আয়োজন মাঝে
সবাই যাই মিশে
কত ঋতু মাঝে
বৈশাখ দিয়ে শুরু
সব বাঙালি মাঝে
ভেদাভেদ দুড়ে ঠেলে
মিশে যায় এক হয়ে
বৈশাখ এলেই পান্তা ইলিশ
ঘরে ঘরে শোভা মেলে
অশুভ শক্তি যত
দূরে যাক এই ক্ষণে