ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, February 14, 2020

তোমার পথে
।।শুভ জিতে দত্ত।।

তুমি এসো যখন খুশি
থাকবো আপেক্ষায়
আমি না হয় পথে চেয়ে
 কাটাব দিন গুলি
যনি আসবে তুমি
সকল স্মৃতি ভুলে
আমার নিয়ে পাড়ি দিও
যেথাই লাগে ভালো
তোমার মাঝে হারিয়ে যেতে
নেই তো কোনো বাধা
তোমার ইচ্ছায় বলতে পারি
জমানো সব কথা
হাজারো ভুল করতে পারি
মানুষ বটে আমি
তাই বলে দূরে সরে
কষ্ট পাবে তুমি
একটু ক্ষমা করতেই পারো
দেখ শুধরে যাব
তোমার সুখে দুঃখে
আমায় পাশে নিও

No comments:

Post a Comment