ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, February 25, 2020

তুমি সেরা
শুভ জিত দত্ত

ব্যার্থতা সব দূরে ঠেলে
তুমি যাচ্ছ আপন মনে
শত বাধা জয় করেছো
আপন মনের জোরে
থামোনি তো পথের মাঝে
চলছো আপন ছন্দে
ভয় পেয়ে যাওনি সরে
এগিয়েছো বাড়ে বাড়ে
কাজ দেখে অবহেলা
তোমার মাঝে আসেনি
হাজারো চাপ মাথায় নিয়ে
তুমি ছিলে শান্ত
পরিশ্রমেও কখনো ক্লান্তি
তোমার মাঝে দেখিনি
রাত দিন এক করে
কাজের‌ মাঝেই ছিলে
কাজের‌ মাঝে ডুবে থাকতে
তুমি ভালোবাসতে
সেরা তাই সবার থাকে
আছো সবার মাঝে


No comments:

Post a Comment