রঙিন আকাশ
।। শুভ জিত দত্ত।।
নতুন রূপে রঙিন হল
বসন্তের এই বিকেল
নানা রং ছড়িয়ে পড়ুক
বসন্তের এই ক্ষণে
ইচ্ছে গুলো পেক্ষম মেলে
উড়ুক দিন শেষে
রুপের ছটা লেগেছে
আজ নীল আকাশের কোনে
নতুন সাজে সেজেছে
ওই দক্ষিণের খোলা আকাশ
বসন্তের এই ক্ষণে
চল মাতি নতুন উল্যাসে
আজ না হয় ব্যস্ততা কে
দিলাম ছুটি দিয়ে
দুজন মিলে দুর আকাশে
উড়ব ডানা মেলে
বসন্তের এই শুভ্রতা টুকু
দিলাম উজাড় করে
আগলে রেখ তোমার কাছে
আপন ছায়ার মাঝে
।। শুভ জিত দত্ত।।
নতুন রূপে রঙিন হল
বসন্তের এই বিকেল
নানা রং ছড়িয়ে পড়ুক
বসন্তের এই ক্ষণে
ইচ্ছে গুলো পেক্ষম মেলে
উড়ুক দিন শেষে
রুপের ছটা লেগেছে
আজ নীল আকাশের কোনে
নতুন সাজে সেজেছে
ওই দক্ষিণের খোলা আকাশ
বসন্তের এই ক্ষণে
চল মাতি নতুন উল্যাসে
আজ না হয় ব্যস্ততা কে
দিলাম ছুটি দিয়ে
দুজন মিলে দুর আকাশে
উড়ব ডানা মেলে
বসন্তের এই শুভ্রতা টুকু
দিলাম উজাড় করে
আগলে রেখ তোমার কাছে
আপন ছায়ার মাঝে
No comments:
Post a Comment