ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, February 14, 2020

ক্ষণিকের তরে
।।‌‍শু‍ভ জিত দত্ত।।
জনি তুমি আসবে
তাই বলে আমি একাকী
দিন গুণে যায় সময়ে অসময়ে।
তোমার দেখার আক্ষেপ
যেন কুড়ে কুড়ে খায়
তবুও তুমি আসবে।
সব ফেলে যত পিছুটান
থাকুক যত দুঃসহ স্মৃতি
তুমি এসো মন থেকে।
তুমি আসবে বলেই
নীরব হয়ে শুনব তোমার কথা
শুনতে শুনতে হারিয়ে যাব
তোমার কথার মাঝে
চলতে পারি তোমার কথায়
যেমন বলবে তুমি
হারিয়ে যাওয়ার সুযোগ দিও
একটু তোমার মাঝে
তোমার সাথে চলতে চলতে
দিগন্ত পাড়ি দেব
যদি বাড়াও তোমার হাত

No comments:

Post a Comment