হয়নি বলা
-শুভ জিত দত্ত
আজ আবার নতুন করে
তোমায় ফিরে পাওয়া।
দূরে গিয়ে ভুলিনি তোমায়
চেয়েছি বারে বারে।
কল্পনা তে তুমি ছিলে
আমরা মধ্য মনি।
শত কষ্ট বুকে নিয়ে
তোমায় ছেড়ে ছিলাম।
আমরা ছেড়ে এই কিছু দিন
খুব কষ্টে ছিলে।
কত কথা জমিয়ে ছিলাম
তোমায় বলব আজি।
বুক ফেটে কান্না আসতো
তোমায় দেখবো বলে।
বহু যুগ পরে আমি
তোমায় ফিরে পেলাম।
কখনো থাকব না আর
তোমায় ছেড়ে সেথায়।
আর যাব না তোমায় ছেড়ে
কথা দিলাম আজই।
No comments:
Post a Comment