অজানা ব্যাধি
- শুভ জিত দত্ত
হঠাৎ করে উদয় হলো
কি জানি এক ব্যাধি
শয়ে শয়ে মরছে মানুষ
হচ্ছে দিশেহারা
দিন গুলো তাই যাচ্ছে কেটে
অজানা এক ভয়ে
কখন জানি কে আবার
চলে যাবে ছেড়ে
এই নিয়ে খবরে
চলছে কাটা ছেড়া
মহামারী এই রোগের
প্রোকোপ যাচ্ছে বেড়ে
রাত দিন এক করে
চলছে গবেষণা
প্রতিষেধকের খোঁজে তাই
হচ্ছে দিশেহারা
প্রতিদিন নতুন নতুন খবরে
ভয় যাচ্ছে বেড়ে
বছর শেষে মিলবে নাকি
এই রোগের ঔষধি
- শুভ জিত দত্ত
হঠাৎ করে উদয় হলো
কি জানি এক ব্যাধি
শয়ে শয়ে মরছে মানুষ
হচ্ছে দিশেহারা
দিন গুলো তাই যাচ্ছে কেটে
অজানা এক ভয়ে
কখন জানি কে আবার
চলে যাবে ছেড়ে
এই নিয়ে খবরে
চলছে কাটা ছেড়া
মহামারী এই রোগের
প্রোকোপ যাচ্ছে বেড়ে
রাত দিন এক করে
চলছে গবেষণা
প্রতিষেধকের খোঁজে তাই
হচ্ছে দিশেহারা
প্রতিদিন নতুন নতুন খবরে
ভয় যাচ্ছে বেড়ে
বছর শেষে মিলবে নাকি
এই রোগের ঔষধি
No comments:
Post a Comment