ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, March 2, 2020

নদীর বুকে
-শুভ জিত দত্ত
কত নৌকা ভিরতো সেথায়
দিন রাত সারাক্ষণে
মাঝির কন্ঠে গানের সুরে
মন মাতিয়ে রাখে
নানা গানে জমত আসর
নদী পাড়ের সময়
গ্রাম গঞ্জের আসতো খবর
সেই নদীর পাড়ে
জোয়ার ভাটার হতো কতো
দেখেছি সে কালে
কত শত ঘটনার সাক্ষী
তার বুকে ঘটেছে
আজ তাই অসহায়
হয়ে চেয়ে রয়
কবে তাই শেষ হবে
সেই নদীর চলা
মায়ের মতো কষ্ট
সেও করেছে শয্য
তবু আছে টিকে
এই বলি হারি

No comments:

Post a Comment