ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Saturday, March 28, 2020



অবাক রাজা

- শুভ জিত দত্ত

চন্দ্র রাজার মস্ত দেশে
কায়দা কানুন বেখায়ালে।
যখন তখন যাকে তাকে
পেলেই ধরে রাস্তা থেকে।
হিসেব করেই শাস্তি দেবে
কড়াই গন্ডাই উসুল করে।
খানিক বাদে ছেড়ে দেবে
ইচ্ছা হলেই ঢুকিয়ে দেবে।
কসাই রাজার মন্ত্রী মশাই
হাত পা মেলে ঘুমিয়ে পড়ে,
শখ যে তার রাজা হওয়ার।
নিয়ম কানুন বলতে নেই
যে যার মত চলছে সবাই।
ছোট্ট ভুলে শাস্তি বেশি
ভূল করলে করবে বেশি,
নাইলে আবার শাস্তি জোটে
আজব রাজার কাণ্ড দেখে
প্রজারা সব রাজ্য ছাড়ে।
রাজা মশাই হতাশ হয়ে
সব ভুল বুঝতে পারে।।

No comments:

Post a Comment