তোমার মাঝে
\\শুভজিত_দত্ত//
তোমার নিয়ে লিখে আর
যায় কি শেষ করা
তোমার হাসির মাঝে
আমি যায় যে হারিয়ে
নতুন করে তোমার নিয়ে
ভাবতে শুরু করা
রুপে তোমার মন ভোলানো
যায় যে হারিয়ে
কি জানি মায়ার জালে
জড়িয়ে তুমি ফেল
তোমার চোখের এক ইশারায়
পাগল সবার করো
অজানা এক বন্ধনে সবার
মনটা জয় করো
তোমার নিয়ে লিখতে গেলে
শেষ হবে না জানি
তবু ছোট একটি প্রয়াস
তোমার নিয়ে লেখা
আপন করে নিতে পারো
তোমার কথার জালে
\\শুভজিত_দত্ত//
তোমার নিয়ে লিখে আর
যায় কি শেষ করা
তোমার হাসির মাঝে
আমি যায় যে হারিয়ে
নতুন করে তোমার নিয়ে
ভাবতে শুরু করা
রুপে তোমার মন ভোলানো
যায় যে হারিয়ে
কি জানি মায়ার জালে
জড়িয়ে তুমি ফেল
তোমার চোখের এক ইশারায়
পাগল সবার করো
অজানা এক বন্ধনে সবার
মনটা জয় করো
তোমার নিয়ে লিখতে গেলে
শেষ হবে না জানি
তবু ছোট একটি প্রয়াস
তোমার নিয়ে লেখা
আপন করে নিতে পারো
তোমার কথার জালে