ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, March 29, 2019

নারী শক্তি

শুভ জিত দত্ত

তুমি এক প্রেরণার নাম
ক্ষণে ক্ষণে সাহস জোগাও
নারী এক অনন্য বন্ধন
মায়া দিয়ে হয় সৃষ্টি
তোমার উৎসহে সুগম
হয় যত শক্তি কঠিন বাধা
তুমিই স্নেহ ডোরে
আগলে রাখ পরেনা আচর
তোমার মাঝে অনুপ্রেরনা
খোজে মহা বিশ্ব
নারীতেই হয় মুক্তি
নারীতেই হয় সৃষ্টি
যত সুন্দর করিয়াছ ধরনী
তোমার পরশ পেয়ে
তুমি আগলে রাখ তাই
মোরা নতুন আশা পাই
তুমি যাও এগিয়ে হে নারী
তোমার আপন মহিমায়
যাও এগিয়ে যত দুর্গম পথ
ফেলে দিয়ে যত কুসংকার
লাগুক অপবাদ
তবু এগিয়ে যেতই হবে
থেমো না কখনো
দিয় না পিছু পা
তুমি শক্ত তুমি কঠিন
তুমি নারী শক্তি
তুমই স্নেহ ডোরে
বেঁধে রাখ ধরনী

No comments:

Post a Comment