ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, March 1, 2019

মেঘের দল

.,.,.শুভ জিত দত্ত.,.,,
রৌদেলা আকাশে
নীলাভ মেঘের রংধনু
কিছুটা রং তুলি দিয়ে আঁকা
কখন কখন সাদা
মেঘ এসে তার
রুপের পরশ দিয়ে যায়
সারাটা বেলা তাদের
এই খেলাই মেতে থাকা
কখন যেন ধূসর
কালো মেঘ গুলো
ধেয়ে আসে
এই ভয় তারা করে
আসবে শেষে মেঘের
দল
স্নগ্ধ হাসি নিয়ে
মাতবে ওরা নানা খেলায়
করবে অনেক মজা

No comments:

Post a Comment