Tuesday, February 5, 2019

ঝগড়া

.,.,.,.,.শুভ জিত দত্ত.,.,.,.,.

কথায় কথায় ঝগড়া করে
মনটা বেজায় ভাল
ঝলে বলে কৌশলে
ঝগড়া করে শেষে
নানা গুণে পরিপূর্ণ
নেই তার তুলনা
দোষ তার ঝগড়া করা
কি বা করবে সে
ডেকে ডেকে কথা বলে
মন টা তার সাদা
হয়তো একটু ঝগড়া করে
তাই নিয়ে কত কথা
বিপদে তাই সবার আগে
হাজির হবে সে
সাধ্য মথ উপকার তার
রুটিন মাফিক কাজ
ঝগড়া করেই কাছে ডেকে
জড়িয়ে ধরে শেষে
একটু ঝগড়া করতে
তার যে ভাল লাগে

No comments:

Post a Comment