কঠিন ব্যামো
.,.,.,.শুভ জিত দত্ত.,.,.,.,
মন্ত্রী মশায় হনহনিয়ে
চলল শ্বশুর বাড়ি
শ্বশুর নাকি নতুন করে
বেশ ধরেছে ভারি
কি জানি কি উল্টো পালটা
বকছে দিন রাত্রি
শ্বাশুরি তাই চোখের
জলে গড়াগড়ি যায়
শালা বাবুর খোঁজ নেই
আছে ভিন রাজ্যে
জামাই তাই শেষ ভরষা
ডাক বদ্যি মশাই
দাওয়াইা শুনে দিশেহারা
শেপাই পেয়াদা হয়রান
মন্ত্রী মশাই ছুটলো শেষে
হাজির হলো দাওয়াই
সব চিন্তা দূর হলো
মন্ত্রী মশাই ফিরলো
শেষে রাজার দ্বরবারে
রাজা মশাই বহবা দিয়ে
করলো পুরোষ্কিত।।
.,.,.,.শুভ জিত দত্ত.,.,.,.,
মন্ত্রী মশায় হনহনিয়ে
চলল শ্বশুর বাড়ি
শ্বশুর নাকি নতুন করে
বেশ ধরেছে ভারি
কি জানি কি উল্টো পালটা
বকছে দিন রাত্রি
শ্বাশুরি তাই চোখের
জলে গড়াগড়ি যায়
শালা বাবুর খোঁজ নেই
আছে ভিন রাজ্যে
জামাই তাই শেষ ভরষা
ডাক বদ্যি মশাই
দাওয়াইা শুনে দিশেহারা
শেপাই পেয়াদা হয়রান
মন্ত্রী মশাই ছুটলো শেষে
হাজির হলো দাওয়াই
সব চিন্তা দূর হলো
মন্ত্রী মশাই ফিরলো
শেষে রাজার দ্বরবারে
রাজা মশাই বহবা দিয়ে
করলো পুরোষ্কিত।।
No comments:
Post a Comment