ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, March 29, 2019

'অজানাপথ'

।।শুভ জিত দত্ত।।
নানা পথ আজ
মিশেছে এক হয়ে
দেখিয়েছে নতুন দিশা
ফেলে এক অদম্য সভ্যতা
নতুন নতুন পথের
মাঝে খুঁজে চলা
এক সীমাহীন অধুনিকতা
যার ছোয়া কেবল
দিয়ে গেছে একাকীত্বতা
বড্ড অসহায়ত্বের মাঝে
নিজেকে খুঁজে চলা
এক সীমাহীন
অমানিশার মাঝে
এই ভয়ানক মরণ
নেশায় ছুটে চলা দিনভর
এক দিন না হয়
আলোকময় সে পথ
যে পথ সুন্দরের গল্প লেখা

No comments:

Post a Comment